বলিউডের অন্যতম সেলেব জুটি কাজল ও অজয় দেবগণ বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। ১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।
তাঁরা বিয়ে করেছেন আজ দেখতে দেখতে ২৫ বছর হতে চলল। দুই সন্তানের বাবা-মা তাঁরা। এক কথায় সুখী গৃহস্থ জীবন। বলিপাড়ার সফল জুটি তিনি।
তবে জানেন কি, কাজল ও অজয় দেবগণ প্রথমে প্রেম করতেন না। বিষয়টা একটু খুলে বলা যাক। অজয় দেবগণ প্রথমে কাজলের কাছে ছিলেন লাভগুরু।
কাজলের সম্পর্ক জনিত কোনও সমস্যা হলে তিনি ছুটে যেতেন অজয় দেবগণের কাছে। সেখান থেকেই বাড়তে থাকে সম্পর্কের গভীরতা। বাড়তে থাকে ঘনিষ্ঠতা।
সেখান থেকেই প্রেম। যদিও প্রাথমিকভাবে কাজলের বাড়ি থেকে এই সম্পর্কে সম্মতি ছিল না। সকলেই জানিয়ে দিয়েছিলেন এই বিয়ে মেনে নেবেন না।
পাল্টা কাজলও স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি এই বিয়েটা করতে চান। নয়তো কোনওদিন বিয়ে করবেন না। সেখান থেকেই শুরু হয় জল্পনা। তারপরই বাজে বিয়ের সানাই।
এত বছর তাঁদের দাম্পত্য টিকে থাকার রহস্য কী? এই প্রশ্ন অনেকের মনেই ওঠে। এর উত্তর শুধু দিতে পারেন অজয়-কাজলই। সংসারের জন্য একটা সময় দীর্ঘ ত্যাগ স্বীকার করেছিলেন কাজল।
বিনোদন জগত থেকে বেশ কিছু বছরের জন্য সরে গিয়েছিলেন কাজল। যদিও দাপটের সঙ্গে আজও অজয় দেবগণ রাজত্ব করে চলেছেন বড়পর্দায়। এখন কাজলের কামব্যকে খুশি দর্শকেরা।