জিতুর পর মুখ খুললেন নবনীতা, কবে বিয়ে করছেন তিনি?
Nabanita Das Wedding: ১৭ নভেম্বর বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। আইনিমতে তবে থেকেই আলাদা এই জুটি। বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। চর্চায় উঠে আসতে দেখা যায় একের পর এক গসিপ। কে কার সঙ্গে ঘুরছে, কে কার সঙ্গে সম্পর্কে রয়েছে প্রভৃতি।

নবনীতা দাস। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু। অভিনয়কে ভালবেসেই পেশা হিসেবে বেছে নেওয়া। পর্দায় জিতু কামালের সঙ্গে অভিনয় সূত্রেই আলাপ। সেখান থেকেই প্রেম, বিয়ে। দর্শকদের চোখে ছিলেন তাঁরা অন্যতম আদর্শ জুটি। তবে বাস্তবের সমীকরণ সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে দেখা যায় অনেকক্ষেত্রেই। তাঁদের সম্পর্কের মেয়াদও তাই বেশিদিন স্থায়ী হয়নি। একে অন্যের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। গত একবছর ধরে সেই খবরে তোলপাড় হয়েছে নেটদুনিয়া। ২০২৩ সালে ১৭ নভেম্বর বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। আইনিমতে তবে থেকেই আলাদা এই জুটি। বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। চর্চায় উঠে আসতে দেখা যায় একের পর এক গসিপ। কে কার সঙ্গে ঘুরছে, কে কার সঙ্গে সম্পর্কে রয়েছে প্রভৃতি।
তালিকা থেকে বাদ পড়েননি জিতু কিংবা নবনীতা কেউই। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এক মজার পোস্ট করে বিয়ে নিয়ে শোরগোল ফেলেদেন জিতু কামাল। শুরু হয়ে যায় দ্বিতীয় বিয়ে নিয়ে চর্চা। যদিও তিনি বিয়ে করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন TV9 বাংলাকে। এরপরই নবনীতার মনের খোঁজ নিল TV9 বাংলা। জিতুর বিয়ে নিয়ে যখন সরগরম নেটপাড়া, তখন নবনীতার বিয়ের কি কোনও গোপন খবর রয়েছে? প্রশ্ন করতেই অভিনেত্রী বললেন, একেবারেই নয়।
এখানেই থামলেন না নবনীতা, তিনি আরও বললেন, ”নবনীতার খবর নবনীতা নিজেও জানে না। এই বিষয়টা থেকে বেরতেই আমার অনেকটা সময় লেগে গেছে। মনে হয় আরও একটু সময় লাগবেও। সম্পর্কের দিক থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু আরও কিছু আর্থিক, আইনি বিষয় আটকে রয়েছি। একটা মানসিক ঝড়ও তো বটে। বেশ কিছু জিনিস আমার জিতুর কাছে রয়েছে, ফলে আইনিপথে বেশ কিছু কাজ চলছে। এই সময় কারও কাছে যাওয়া মানেই অতীতটাকে বোঝার মতো নিয়ে যাওয়া। সে প্রেম হতে হবে এমনটা নয়, কারও সঙ্গে কথাও বললে এটা থেকে যায়। ধরুন যিনি আমার জীবনে থাকবেন, তিনি হয়তো ভীষণ দায়িত্ববান হবেন, তাও আমার কি এটা উচিত? সমস্যাগুলো তো তোমার সঙ্গে এগিয়েই যাবে।অন্য একটা মানুষের কাছে বোঝা হয়ে যাবে। তোমার যদি মনেও হয়, যে এ সামলে নিতে পারবে, তা হলেও উচিত নয়। একটা সম্পর্ক থেকে মানসিকভাবে বেরিয়ে, অন্য একটা সম্পর্কে যাওয়াটা এতটাও সহজ নয়। তাই আগে আমি এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে চাই, বেরিয়ে এসে এগিয়ে যাওযার কথা ভাবব। সিঙ্গল থাকার কোনও প্ল্যানিং আমার নেই। বন্ধু হতেই পারে, প্রেম নিয়েও কিছু বলার নেই, তবে বিয়ে? এটা নিয়ে ভাবার জায়গায় আমি পৌঁছতে পারিনি এখনও।”
