বিহঙ্গী বিশ্বাস
Jan 09, 2024 | 4:13 PM
রেখার জীবন নিয়ে আলোচনার শেষ নেই। অথচ তিনি নিজের শর্তে বাঁচেন। জীবনের ৭০টা বছর কাটিয়ে দিলেও এখনও চলে তাঁকে নিয়ে চর্চা। পদে পদে হতে হয় অপামানিত।
মোটা টাকা আয় করে থাকেন তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। রেখা বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করে থাকেন। রিয়্যালিটি শোয়েও তাঁর উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। সেখান থেকেও নেহাতই কম আয় হয় না রেখার। ফলে তিনি বিলাসিতার সঙ্গেই জীবন যাপন করছেন।
তাঁর ছেলের সঙ্গে প্রেম করছেন এই গুঞ্জন রটতেই রেখাকে ডাইনি বলতেও ছাড়েননি বলিউডের এক বিখ্যাত নায়িকা।
সেই গল্পই রইল টিভিনাইন বাংলা ডিজিটালের এই প্রতিবেদনে। সে সময় আটের দশক। সাল ১৯৮৪। 'জমিন আকাশ' ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করেন রেখা।
বাজারে গুঞ্জন রটে সঞ্জয়ের নামে মাথায় সিঁদুর পড়ছেন রেখা। ওদিকে রেখা ও সঞ্জয় এই নিয়ে মুখ খুলছিলেন না একেবারেই। সব মিলিয়ে গুঞ্জন আরও জোরাল হয়ে ওঠে।
কথা কানে যায় সঞ্জয়ের মা অভিনেত্রী নার্গিসের কাছেও। রেখার সঙ্গে ছেলের নাম জুড়তেই চুপ থাকতে পারেননি। রেখার বিরুদ্ধে সোচ্চার হয়ে শুরু করেন তীব্র তুলোধনা।
এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, "আসলে রেখা এমন একটা মেয়ে যে সিঙ্গল পুরুষদের এমন সিগন্যাল দেয় যাতে মনে হয় ও ভীষণ সস্তা। কেউ কেউ তো বলে ও একটা ডাইনি। আসলে ওর মানসিক সমস্যা আছে। ও হারিয়ে গিয়েছে। ওর জীবনে এক আদর্শ পুরুষের দরকার।"
রেখা কিন্তু এ নিয়ে মুখ খোলেননি। আজীবন চুপই ছিলেন তিনি। পরবর্তীতে তাঁর আত্মজীবনী থেকে অবশ্য জানা যায়, যা রটেছিল তা সঠিক নয়। তবে নার্গিসের বলা ওই কথা নিয়ে শুরু হয়েছিল বিস্তর আলোচনা।