‘হোটেলে গিয়ে…’, বিদেশের মাটিতে চরম অপমান, মঞ্চে দাঁড়িয়ে হাউ-হাউ করে কান্না নেহার
Viral News: যদিও সমস্যা তাতে মিটল না। বরং হতে হল চরম ট্রোল্ড। প্রকাশ্যে নেহাকে একশ্রেণী কটাক্ষ করতে পিছপা হলেন না। গায়িকার চোখের জলে তাঁদের মন ভিজল না। অপমান সহ্য করতে না পেরে কেঁদে ভাসান তিনি।

বিদেশের মাটিতে গিয়ে এ কোন পরিস্থিতিতে পড়তে হল নেহা কক্করকে? মঞ্চে উঠেই কেঁদে ভাসালেন গায়িকা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছিল নেহা কক্ককরের কনসার্ট। আর সেখানে উপস্থিত হতেই তাঁর সময় লেগে গেল টানা ৩ ঘণ্টা। এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন গায়িকা। বিষয়টা নিজেই মেনে নিতে পারেননি তিনি। তাই মঞ্চে উঠেই কেঁদে ফেলেন। চেয়ে নেন ক্ষমাও। প্রকাশ্যে বলেন, ‘আপনারা সত্যিই ভাল। তোমার অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনও কাউকে এত অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত। এটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যেটা আমার সবসময় মনে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন। আমি নিশ্চিত করব যে আপনারা সকলেই এই শো ভীষণভাবে উপভোগ করবেন।’
Neha Kakkar crying for being 3 hrs late at a Melbourne show She also performed for less than 1 hour #NehaKakkar pic.twitter.com/TGyhaeCjpu
— Redditbollywood (@redditbollywood) March 24, 2025
যদিও সমস্যা তাতে মিটল না। বরং হতে হল চরম ট্রোল্ড। প্রকাশ্যে নেহাকে একশ্রেণী কটাক্ষ করতে পিছপা হলেন না। গায়িকার চোখের জলে তাঁদের মন ভিজল না। অপমান সহ্য করতে না পেরে কেঁদে ভাসান তিনি। শ্রোতাদের মধ্যে থেকে একজন বলে ওঠেন– ‘এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন।’ কেউ আবার বললেন, ‘খুব ভাল অভিনয় হচ্ছে। নাটক কম করুন এটা ইন্ডিয়ান আইডল নয়।’





