কাহো না পেয়ার হ্যায়, ছবি দিয়ে বলিউডের সফর শুরু অভিনেতা হৃত্বিক রোশনের। একের পর এক ছবি তারপর থেকে সুপারস্টারের ঝুলিতে জায়গা করে নিয়েছে।
বাবা রাকেশ রোশন, এই ছিল তাঁর পরিচয়। অভিনয় জগতে পা রাখার আগে খুব একটা পরিচিতি ছিল না তাঁর সিনেপাড়ায়। প্রথম ছবি যখন মুক্তির পথে, তখনও বড় সমস্যার মুখে পড়তে হয়েছিল রাকেশ রোশনকে।
ঠিক কী ঘটেছিল তখন, সেই রহস্যই এক সাক্ষাৎকারে ভেদ করেন, ছবির অভিনেত্রী আমিশা প্যাটেল। তাঁর কথায়, সকলেই রাকেশ রোশনকে বলেছিলেন ছবি পিছিয়ে দিতে।
কারণ, তখন সবে মাত্র অমিতাভ বচ্চন পুত্র পা রেখেছেন বলিউডে। সেই তুলনায় হৃত্বিক রোশন তেমন কিছুই জনপ্রিয় ছিলেন না। উল্টে অভিষেকের বিপরীতে ছিলেন করিনা কাপুর খান।
আমিশার কথায়, করিনার অভিষেকের বিপরীতে এক জনপ্রিয় মুখ, আমি তো সেই তুলনায় কেউ নই, কিছুই ছিলাম না। ফলে অনেকেই বলেছিলেন ছবি পিছিয়ে দিতে।
এখানেই শেষ নয়, পাশাপাশি সেই সময় আগে ও পিছে দুই ছবির মুক্তির দিন স্থির ছিল। এক শাহরুখ খানের ছবি, দুই আমির খানের ছবি। তাঁদের সামনে কে হৃত্বিক? প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
তবে কারও কোনও প্রশ্নের উত্তর না দিয়েই রাকেশ রোশন ভরসা রেখেছিলেন নিজের ওপর। নিজের ছেলে ও ছবির ওপর। আর ঠিক তেমনটাই ঘটেছিল। ছবি সুপারহিট।
টানা ছয় মাস চলেছিল সেই ছবি। যা নিয়ে আজও জল্পনা তুঙ্গে। হৃত্বিক রোশনের কেরিয়ারে সর্বাধিক হিট ছবি। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি।