রেখার ঘনিষ্ঠ অমিতাভ, অঝোরে কান্নায় ভেঙে পড়ে সবটা সহ্য করলেন জয়া

Mar 31, 2024 | 3:31 PM

Bollywood Controversy: জয়া বচ্চনই একটা সময় বলেছিলেন তিনি কোনও গুজবেই কান দেন না। তবে যখন মুকদ্দর কা সিকন্দর ছবি মুক্তি পায় তখন বেজায় কষ্ট পেয়েছিলেন তিনি। না, তখনও ছবি মুক্তি পায়নি। একটি স্পেশ্যাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল মাত্র।

রেখার ঘনিষ্ঠ অমিতাভ, অঝোরে কান্নায় ভেঙে পড়ে সবটা সহ্য করলেন জয়া

Follow Us

অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্কের গভীরতা কম বেশি সকলেরই জানা। এই খবর অজানা ছিল না জয়া বচ্চনেরও। কিন্তু কখনই প্রকাশ্যে প্রতিবাদ করতে দেখা যায়নি তাঁকে। তবে মনে মনে যে এই সম্পর্কে তাঁর মনে আঘাত পৌঁছত, তা বেশ স্পষ্টই ছিল রেখার কাছে। হাতে নাতে প্রমাণও পেয়েছিলেন তিনি। অথচ জয়া বচ্চনই একটা সময় বলেছিলেন তিনি কোনও গুজবেই কান দেন না। তবে যখন মুকদ্দর কা সিকন্দর ছবি মুক্তি পায় তখন বেজায় কষ্ট পেয়েছিলেন তিনি। না, তখনও ছবি মুক্তি পায়নি। একটি স্পেশ্যাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল মাত্র।

সেখানেই প্রথমসারিতে বসে ছিলেন জয়া বচ্চন। সঙ্গে ছিল তাঁর পরিবারের সকলেই। তবে তাঁরা পেছনের সারিতে বসার কারণে কেউ বিষয়টা লক্ষ্য করেনি। তবে সামনে থেকে সবটা দেখেছিলেন রেখা। ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার একটি ঘনিষ্টদৃশ্য ছিল। সেই দৃশ্য পর্দায় দেখা মাত্রই চোখ থেকে জল গড়িয়ে পড়ে জয়া বচ্চনের। নিরবে কাঁদতে থাকেন তিনি।

বরাবরই জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা উঠে আসতে দেখা যায়। কখনও শোনা যায় তাঁরা একে অন্যের জন্য আদর্শ, কখনও আবার তাঁদের সম্পর্কের বাঁধনের জন্য জয়া বচ্চনরে প্রশংসিত হতে হয়। এমনই সমীকরণ এই জুটির। তবে রেখা পর্ব অস্বীকার করার নয়। অমিতাভ ও জয়া এই বিষয় মুখে কুলুপ আঁটলেও রেখা বারবার প্রকাশ্যে তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। আজও তিনি অমিতাভকে নিয়ে মুখ খুলতে দুবার ভাবেন না। যদিও জয়া ও অমিতাভের সম্পর্ক যে অটুট, তা সকলরে কাছে এতদিনে স্পষ্ট।

Next Article