Rekha Controversy: একটা ভুলে পরিচালকের হাতে মার, গলগল করে রক্ত ঝরে রেখার

Dec 18, 2024 | 3:49 PM

Untold Story: রেখা একবার কপিল শর্মা শোয়ে এসে সেই অভিজ্ঞতার কথা জানান। যদিও তা খুব একটা তিক্ত নয় নায়িকার কাছে, তিনি বলেছিলেন, তখন কার দিনে সবটাই ভীষণ স্নেহের ছিল। সম্পর্কগুলো ছিল পরিবারের মতো। 

Rekha Controversy: একটা ভুলে পরিচালকের হাতে মার, গলগল করে রক্ত ঝরে রেখার

Follow Us

রেখা, বলিউডের স্টার আইক্যুন, যাঁকে নিয়ে আজও অনুরাগীরা নস্ট্যালজিয়া। একের পর এক হিট ছবি যাঁর ঝুলিতে, যাঁর রূপে মুগ্ধ আট থেকে আশি, তাঁকেই নাকি একবার শুনতে হয়েছিল, তিনি নিজের চেহারাটা আয়নায় দেখেননি, তিনি অভিনেত্রী হতে এসেছেন? এখানেই শেষ নয়, রেখার কথায়, তাঁকে মারও খেতে হয়েছিল। রেখা একবার কপিল শর্মা শোয়ে এসে সেই অভিজ্ঞতার কথা জানান। যদিও তা খুব একটা তিক্ত নয় নায়িকার কাছে, তিনি বলেছিলেন, তখন কার দিনে সবটাই ভীষণ স্নেহের ছিল। সম্পর্কগুলো ছিল পরিবারের মতো।

রেখাকে প্রশ্ন করা হয়, “আপনি কখনও পরিচালকের কাছে বকুনি খেয়েছেন?” উত্তরে রেখা বলেন, “প্রচুর। শুধু বকুনি নয়, মারও খেয়েছি। তখনকার দিনে অনেক বেশি কাছের হতো সম্পর্কগুলো। পরিবারের মতো। তাই শাসনও চলত। কেবল সিনেমার পরিচালকের থেকে নয়, নাচের কোরিওগ্রাফারের বকুনিও খেয়েছি। বিশেষ করে দক্ষিণভারতের যে নৃত্যগুরু ছিলেন, তাঁরা ভীষণ অনুশীলনের বিষয় কড়া হতেন। হীরালাল মাস্টারজি একবার আমায় বলেছিলেন, তুই অভিনেত্রী হতে এসেছিস? আয়নায় মুখ দেখেছিস? এটা কর। সবটাই যদিও খুব স্নেহের সঙ্গে বলতেন। একবার আমার ওপর খুব রেগে গিয়েছিলেন। একবার, দুবার, তিনবার, একই জিনিস হচ্ছে…, রেগে গিয়ে হাতের কাছে থাকা পানের ডিপে তুলে মেরেছিলেন। মুহূর্তে আমার পা কেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে।”

Next Article