একবার এক সাংবাদিককে অদ্ভুত অনুরোধ করেছিলেন রেখা। তাঁকে বলেছিলেন, সাক্ষাৎকার ফেলে দিতে। সেই সাংবাদিকই কথাটা বলেছিলেন এক ইউটিউব চ্যানেলকে। বলেছিলেন, “সাক্ষাৎকার চলাকালীনই রেখাজি মাঝপথে উঠে যান। আমাকে কিছু প্রকাশ করতে বারণ করেন।” তিনি এও জানিয়েছিলেন, রেখা খুব বেশি সাক্ষাৎকার দেন না। তবে অতীতে বেশ কিছু সাক্ষাৎকার তাঁকে দিয়েছিলেন রেখা।
কিন্তু কেন সাক্ষাৎকার ফেলে দিতে বলেন রেখা। সাংবাদিকের বক্তব্য, খুব কম মানুষ আছেন যাঁরা এই মাত্রায় খুঁতখুঁতে। রেখাও সেই শ্রেণির মানুষ। সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর মনে হয়েছিল, বিষয়টা তাঁর ভাল লাগছে না। ফলে তিনি তা প্রকাশ করতে মানা করেন।
বলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী রেখা। তাঁকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলেন। কিছু ভাল কথা, কিছু মন্দ। এখনও বিরাট সংখ্যক পুরুষের মনে রাজ করেন রেখা। তাঁকে এবং অমিতাভ বচ্চনকে নিয়ে আজও মানুষ জানতে আগ্রহী। এখনও কিছু মানুষ বিশ্বাস করেন রেখার সঙ্গে অমিতাভের প্রেমের সম্পর্ক ছিল। যা নিয়ে একটা দীর্ঘ সময় রেখা কিংবা অমিতাভ কেউ মুখ না খুললেন, পরবর্তীতে রেখা গর্ব করে অমিতাভের কথা বলে থাকেন। একবার এক সাক্ষাৎকারেই বলেছিলেন, “কে ওই মানুষটাকে (অমিতাভ) ভালবাসেন না। আমারও কিছু করার নেই। আমিও তাঁকে ‘পাগল’-এর মতো ভালবাসি। এটা বলতে আমার কোনও দ্বিধা নেই।” ৫০ পেড়িয়ে রেখা অনেক বেশি সহজ, অনেক বেশি প্রাণবন্ত, সাংবাদিকদের দেখলেই হেসে কথা বলে থাকেন, পোজ দিয়ে ছবি তোলেন, ভালবাসায় ভরিয়ে দেন ইন্ডাস্ট্রির সকলকে।