প্রকাশ্যে এভাবে আলিয়াকে ছোট করেন ঋষি কাপুর?

Rishi-Alia: কখনও সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন, কখনও আবার তাঁকে উপস্থিত বুদ্ধি নিয়ে সমালোচনা। একটা সময় আলিয়ার কাছে এগুলো নতুন কিছু ছিল না। তাই বলে হবু শ্বশুর যে এ কাণ্ড ঘটাবেন, তা কে জানত?

প্রকাশ্যে এভাবে আলিয়াকে ছোট করেন ঋষি কাপুর?
Follow Us:
| Updated on: Nov 10, 2024 | 6:11 PM

আলিয়া ভাট, কেরিয়ারের শুরু থেকেই একাধিকবার কটাক্ষের শিকার হতে দেখা গিয়েছে তাঁকে। কখনও নেপোটিজ়ম নিয়ে কটাক্ষের শিকার, কখনও আবার স্বজনপোষন, যদিও আলিয়া ভাট নিজের যোগ্য়তা প্রমাণ করতে খুব বেশি সময় নেননি। মাত্র ১০ বছরের কেরিয়ারে একাধিক পুরস্কার তাঁর ঝুলিতে। যদিও বেফাঁস মন্তব্যের জন্য তাঁকে একাধিকাবার ট্রোলের মুখে পড়তে হয়। কখনও সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন, কখনও আবার তাঁকে উপস্থিত বুদ্ধি নিয়ে সমালোচনা। একটা সময় আলিয়ার কাছে এগুলো নতুন কিছু ছিল না। তাই বলে হবু শ্বশুর যে এ কাণ্ড ঘটাবেন, তা কে জানত?

আলিয়ার বুদ্ধি নিয়ে একবার মজা করে প্রকাশ্যে ঋষি কাপুর ব্যঙ্গ করে বসেন। যদিও আলিয়া তখন সদ্য সদ্য সিনেদুনিয়ায় পা রেখেছেন। রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক তখন দুরস্ত। সেই সময় এক সাক্ষাৎকারে আলিয়াকে নিয়ে ঋষি কাপুর বলেছিলেন, “আলিয়া খবরের কাগজ পড়ছে–  ৮০ কেজি হেরোইন আটক করেছে, এরপর আলিয়া– এবাবা, সোনাক্ষীকে ধরে নিল?”

যদিও এই মন্তব্যের মাধ্যে তিনি যে কেবল আলিয়া ভাটকেই কটাক্ষ করেছিলেন এমনটা নয়, পাশাপাশি তিনি বডি শেমিং-ও করতে পিছু পা হননি। কারণ ৮০ কেজি প্রসঙ্গে যখন তিনি কথা বলেছেন, সেই সময় তিনি স্পষ্ট সোনাক্ষী সিনহার নাম নিয়েছেন। যা নিয়ে তিনি সোনাক্ষীর চেহারাকেও কটাক্ষ করে বসেন। ফলে রীতিমত ঋষি কাপুরকেও সেই সময় সমালোচনার মুখে পড়তে হয়েছিল।