সলমন খান, বিগ বস যাঁর একপ্রকার নিজেরই শো। কালার চ্যানেলের সঙ্গে তাঁর যেন পারিবারিক সম্পর্ক। বহুবার এমন হয়েছে যে সলমন খান তাঁর সঞ্চালনার কাজ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু ততবারই মোটা টাকা পারিশ্রমিক বাড়িয়ে সলমন খানকে আটকে রেখেছে চ্যানেল। এই শোয়ে তিনি যে কোনও সিদ্ধান্তই নিতে পারেন। যে অহংকার তাঁর চোখে মুখে আত্মবিশ্বাসের মতো ফুঁটে ওঠে। এই শোয়ে বিভিন্ন সময় বিভিন্ন সেলেবদের আসতে দেখা যায়। সলমনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতেই মূলত অতিথি তালিকায় সেলেবদের নাম স্থির করা হয়। তবে কার সঙ্গে সলমন খান কেমন আচরণ করবেন, কী কী কথোপকথন হবে, অধিকাংশ সময়ই তা চিত্রনাট্যের অংশ হয়ে থাকে।
একবার তেমনই এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় সলমনকে, যেখানে তিনি জানতেনই না তাঁর সঙ্গে ঠিক কী হতে চলেছে। সেদিনের পর্বে বিশেষ অতিথির তালিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন। হঠাৎই মঞ্চে উঠে তিনি হাঁটু গেঁড়ে বসে সলমন খানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। যা দেখে অবাক সলমন বলেন, এটা কারও ক্ষেত্রেই হতে পারে না। দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও হতে পারে না।
এমন সময় হাসতে হাসতে দীপিকা বলে বসেন, কালার্স বালো, যা চেয়েছিলেন পেয়ে গেছেন তো? পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে সলমন খান বলেন, কালার্সকে সাদা কালো করে দেব। এরপরই হাসিতে স্পষ্ট করে দিয়েছিলেন জুটি, এমনটা না আশা করেছিলেন সলমন খান, না করতে চেয়েছিলেন দীপিকা পাড়ুকোন, সবটাই তাঁদের ক্ষেত্রে সাজানো রয়েছে। যা ভাল চোখে নেননি সলমন।