চকোলেট বয় হিসেবে পরিচিতি পেতে অস্বস্তি শাহিদের, নিলেন কোন নতুন চ্যালেঞ্জ?

Sneha Sengupta |

Jan 30, 2024 | 8:24 PM

Shahid Kapoor: বলিউডের সংজ্ঞা অনুযায়ী, মিষ্টি ছেলে যাঁকে মিষ্টি রোম্যান্টিক চরিত্রেও দেখা যায়। কিন্তু চকোলেট বয় হিসেবে পরিচিতি পাওয়ার পর অসম্ভব রেগে গিয়েছিলেন শাহিদ কাপুর। তিনি বলেছিলেন, চকোলেট বয় আবার কী? আমি একজন অভিনেতা। আমি একজন শিল্পী। অভিনয় করতে এসেছি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমাকে কেন চকোলেট বয় হিসেবে দাগিয়ে দেওয়া হবে?

চকোলেট বয় হিসেবে পরিচিতি পেতে অস্বস্তি শাহিদের, নিলেন কোন নতুন চ্যালেঞ্জ?
শাহিদ কাপুর।

Follow Us

কেরিয়ারের শুরুতে চকোলেট বয় হিসেবেই অভিনয় করতে শুরু করেছিলেন পঙ্কজ কাপুরের পুত্র শাহিদ কাপুর। ‘ইশক বিশক’ ছবিতে অভিনয় করার পর সকলে তাঁকে চকোলেট বয় হিসেবে দাগিয়ে দেয়। এই ‘চকোলেট বয়’ আসলে কী? বলিউডের সংজ্ঞা অনুযায়ী, মিষ্টি ছেলে যাঁকে মিষ্টি রোম্যান্টিক চরিত্রেও দেখা যায়। কিন্তু চকোলেট বয় হিসেবে পরিচিতি পাওয়ার পর অসম্ভব রেগে গিয়েছিলেন শাহিদ কাপুর। তিনি বলেছিলেন, চকোলেট বয় আবার কী? আমি একজন অভিনেতা। আমি একজন শিল্পী। অভিনয় করতে এসেছি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমাকে কেন চকোলেট বয় হিসেবে দাগিয়ে দেওয়া হবে?

শাহিদের খারাপ লাগার সঙ্গে একমত পোষণ করেছিলেন তাঁর বাবা অভিনেতা পঙ্কজ কাপুর। তিনিও বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে আসলে চকোলেট বয় হয়ে থেকে গেলে হবে না। তা ছাড়া, এটা কোনও সংজ্ঞা হতে পারে না কোনও এক অভিনেতার জন্য। শাহিদকে পঙ্কজ বলেছিলেন, “বাঘের মুখে যদি রক্ত লেগে থাকে, বুঝবে তুমি অভিনয় করছ।”

অভিনয় চ্যালেঞ্জ ছাড়া হয় না। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দক্ষতা প্রমাণ করতে পারলেই অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করা যায়। এমনটা একটি সাক্ষাৎকারে বলেছিলেন শাহিদ কাপুর। সেই কারণেই ‘ইশক বিশক’-এর মতো ছবিতে অভিনয় করার পর শাহিদকে দর্শক দেখতে পান ‘উড়তা পঞ্জাব’, ‘কবীর সিং’-এর মতো ছবিতে। যে ছবিতে তাঁর অভিনয়ে ঝলকে পড়েছিল পৌরুষ। তিনি যে মিষ্টি দেখতে, মিষ্টি ছেলের অভিনয়ের পাশাপাশি কড়া ঝাঁচের চরিত্রেও অভিনয় করতে পারদর্শী, তা প্রমাণ করে দিয়েছিলেন।

Next Article