রাত ২টোর ইনস্টাগ্রাম স্ক্রোলে চোখে কালি? জানুন সুহানার বিউটি রুটিন

Apr 15, 2024 | 5:34 PM

Suhana Khan Skin care: জন্মলগ্ন থেকেই নেটিজ়েনদের নজরে জায়গা করে নেওয়া সুহানা এখন বোল্ড কুইন। পাল্টেছে লুক, পাল্টেছে শরীরের গরন। সেই সুহানা খান এখন বিউটি ব্র্যান্ডের মুখও। নিজের ত্বকের যত্নের জন্য তিনি ঠিক কী কী করে থাকেন?

রাত ২টোর ইনস্টাগ্রাম স্ক্রোলে চোখে কালি? জানুন সুহানার বিউটি রুটিন

Follow Us

বর্তমানে কেকেআর-এর খেলা নিয়ে বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন তিনি। শাহরুখের গোটা পরিবার এই দলকে নিয়ে বেজায় উচ্ছ্বসিত। সকলেই ক্রিকেট বেশ পছন্দ করেন। তাই নিয়ম করে মাঠে হাজিরা দিয়ে থাকেন কখনও সুহানা খান, কখনও আবার আরিয়ান খান। ফলে বারে বারে ম্যাচকে কেন্দ্র করে খবরের শিরোনামে জায়গা করে নিতে দেখা যাচ্ছে এই সেলেব কিডকে। তবে তিনি এখন আর সেলেব কিড নন। কারণ ইতিমধ্যেই তিনি বলিউডে হাতেখড়ি করে নিয়েছেন। ২০২৩-এ শেষে তিনি জোয়া আখতরের ওটিটি সিরিজে প্রথম পর্দার সামনে কাজ করেন। জন্মলগ্ন থেকেই নেটিজ়েনদের নজরে জায়গা করে নেওয়া সুহানা এখন বোল্ড কুইন। পাল্টেছে লুক, পাল্টেছে শরীরের গরন। সেই সুহানা খান এখন বিউটি ব্র্যান্ডের মুখও। নিজের ত্বকের যত্নের জন্য তিনি ঠিক কী কী করে থাকেন?

সোশ্যাল মিডিয়ায় একটি তিনি নিজেই লিখলেন, প্রাণহীন ত্বক নিয়ে ঘুম ভাঙছে? রাত ২ টোর ইনস্টাগ্রাম স্ক্রোল করার ছাপ মুছে ফেলতে চান? দৌড়ে ঘেমে লাল হয়ে যাওয়া ত্বককে ঠাণ্ডা করতে চান?আইস রোলার এই সবকিছু করতে পারে। গরমে তিনি তেমন কিছুই করেন না তাঁর ত্বকের সঙ্গে। লিপবাম ব্যবহার করা, পাশাপাশি ফেস মিস্ট লাগানো ও সানস্ক্রিন ব্যবহার করা। চুল ভিজিয়ে চোখের তলায় মাস্ক ব্যবহার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের বিউটি সিক্রেট এভাবেই শেয়ার করলেন সুহানা খান।

বর্তমানে একের পর এক ছবির প্রস্তাব তাঁর ঝুলিতে। যদিও শোনা যাচ্ছে তিনি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন তাঁর আগামী অ্যাকশন ছবিতে। যা নিয়ে বেশ কিছু মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। যদিও এখনও কোনও ঘোষণা সামনে আসেনি।

Next Article