‘পরিণীতা’-র রেটিং কমছে, সেরা ‘জগদ্ধাত্রী’!
দ্বিতীয় স্থানে নেই ‘পরিণীতা’। ৬ রেটিং পেয়ে এটা তৃতীয় স্থানে আছে। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। ৬.১ পেয়ে ‘ফুলকি’ রয়েছে দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থানেই আছে ‘পরশুরাম’। ‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। চার নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৫.৬ রেটিং সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে এবার নেই ‘গীতা এলএলবি’। ৪.৬ রেটিং সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ আবার চলে এল প্রথম পাঁচে। ৫.৪ রেটিং নিয়ে এবার স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক।

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘জগদ্ধাত্রী’ ৭.১ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। গত সপ্তাহের তুলনায় এই ধারাবাহিকের রেটিং বেড়েছে। দ্বিতীয় স্থানে নেই ‘পরিণীতা’। ৬ রেটিং পেয়ে এটা তৃতীয় স্থানে আছে। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। ৬.১ পেয়ে ‘ফুলকি’ রয়েছে দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থানেই আছে ‘পরশুরাম’। ‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। চার নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৫.৬ রেটিং সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে এবার নেই ‘গীতা এলএলবি’। ৪.৬ রেটিং সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ আবার চলে এল প্রথম পাঁচে। ৫.৪ রেটিং নিয়ে এবার স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। ‘চিরসখা’ আছে ৪.৬-এ। ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি। ‘কথা’ ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৫.১। আগের সপ্তাহের চেয়ে রেটিং কমেছে অধিকাংশ ধারাবাহিকের।
