Lawrence Bishnoi: সলমনকে হত্যার ছক, সিধুকে খুন– ছাত্র রাজনীতি করা পুলিশ-সন্তান লরেন্স কীভাবে হয়ে উঠল কুখ্যাত গ্যাংস্টার?

Lawrence Bishnoi: পঞ্জাবের অনামী স্থান থেকে উঠে আসা পুলিশ-সন্তান লরেন্স কী করে হয়ে উঠল হাড়কাঁপানো ডন? সিনেমাকেও হার মানাবে তার জীবনের এই কাহিনী।

| Edited By: | Updated on: May 31, 2022 | 5:28 PM
বয়স এখন ৩০ ছোঁয়নি। লরেন্স বিষ্ণোই-- আইনের ছাত্র থেকে কুখ্যাত গ্যাংস্টার, হেভিওয়েট খুনের প্রমাণ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের দায় স্বীকার করেছে সে ও তাঁর সহকর্মীরা। সলমনকে হত্যা করার ছক কষে আপাতত তার স্থান তিহার জেলে। জেলে বসেও চলছে অন্ধকার জগতের একের পর এক কুখ্যাত 'অপারেশন'। পঞ্জাবের অনামী স্থান থেকে উঠে আসা পুলিশ-সন্তান লরেন্স কী করে হয়ে উঠল হাড়কাঁপানো ডন? সিনেমাকেও হার মানাবে তার জীবনের এই কাহিনী।

বয়স এখন ৩০ ছোঁয়নি। লরেন্স বিষ্ণোই-- আইনের ছাত্র থেকে কুখ্যাত গ্যাংস্টার, হেভিওয়েট খুনের প্রমাণ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের দায় স্বীকার করেছে সে ও তাঁর সহকর্মীরা। সলমনকে হত্যা করার ছক কষে আপাতত তার স্থান তিহার জেলে। জেলে বসেও চলছে অন্ধকার জগতের একের পর এক কুখ্যাত 'অপারেশন'। পঞ্জাবের অনামী স্থান থেকে উঠে আসা পুলিশ-সন্তান লরেন্স কী করে হয়ে উঠল হাড়কাঁপানো ডন? সিনেমাকেও হার মানাবে তার জীবনের এই কাহিনী।

1 / 8
পঞ্জাবের ফিরোজপুর জেলায় ধত্তারনওয়ালি গ্রামে জন্ম তার। স্কুল জীবন কেটেছে অবোহার নামক জায়গায়। পড়েছেন ডিএভি পাবলিক স্কুলে। এরপর কলেজজীবন পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই আইনে স্নাতক হন। বাবা ছিলেন পঞ্জাব পুলিশের প্রাক্তন কনস্টেবল।

পঞ্জাবের ফিরোজপুর জেলায় ধত্তারনওয়ালি গ্রামে জন্ম তার। স্কুল জীবন কেটেছে অবোহার নামক জায়গায়। পড়েছেন ডিএভি পাবলিক স্কুলে। এরপর কলেজজীবন পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই আইনে স্নাতক হন। বাবা ছিলেন পঞ্জাব পুলিশের প্রাক্তন কনস্টেবল।

2 / 8
আইন নিয়ে পড়াশোনা শুরু করলেও প্রথম বছরেই টুকলি করতে গিয়ে পরীক্ষায় ধরা পড়ে লরেন্স। প্রিন্সিপালের কাছে তাকে নিয়ে যাওয়াৎ সময়েই নাকি জানলা গিয়ে ঝাঁপ দিয়ে কলেজ পালায় সে। এর পরেই জীবন বাঁক নেয়ে অন্য দিকে।

আইন নিয়ে পড়াশোনা শুরু করলেও প্রথম বছরেই টুকলি করতে গিয়ে পরীক্ষায় ধরা পড়ে লরেন্স। প্রিন্সিপালের কাছে তাকে নিয়ে যাওয়াৎ সময়েই নাকি জানলা গিয়ে ঝাঁপ দিয়ে কলেজ পালায় সে। এর পরেই জীবন বাঁক নেয়ে অন্য দিকে।

3 / 8
কলেজ জীবনেই আলাপ ছাত্র রাজনীতির সঙ্গে। SOPU অর্থাৎ পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি ছিল সে। কলেজে পড়াকালীনই লরেন্স তৈরি করে তার নিজস্ব গ্যাং। সেই গ্যাংয়ে যুক্ত হয় কিছু খেলোয়াড় ও বন্ধুরা। ফাজলিকার অঞ্চলের আর এক গ্যাংস্টার পরবর্তীতে রাজনীতিবিদ রকি ওরফে জসবিন্দর সিংয়ের সঙ্গে ওই সময়েই আলাপ হয় তার। আলাপ হয় গোল্ডির সঙ্গেও। রাজস্থান থেকে চন্ডীগড় ক্রমে শক্তিশালী হয়ে উঠতে থাকে লরেন্স ও তার দলবল। চলতে থাকে হুমকি, খুন, সেলেবদের থেকে তোলাবাজির মতো ঘটনা।

কলেজ জীবনেই আলাপ ছাত্র রাজনীতির সঙ্গে। SOPU অর্থাৎ পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি ছিল সে। কলেজে পড়াকালীনই লরেন্স তৈরি করে তার নিজস্ব গ্যাং। সেই গ্যাংয়ে যুক্ত হয় কিছু খেলোয়াড় ও বন্ধুরা। ফাজলিকার অঞ্চলের আর এক গ্যাংস্টার পরবর্তীতে রাজনীতিবিদ রকি ওরফে জসবিন্দর সিংয়ের সঙ্গে ওই সময়েই আলাপ হয় তার। আলাপ হয় গোল্ডির সঙ্গেও। রাজস্থান থেকে চন্ডীগড় ক্রমে শক্তিশালী হয়ে উঠতে থাকে লরেন্স ও তার দলবল। চলতে থাকে হুমকি, খুন, সেলেবদের থেকে তোলাবাজির মতো ঘটনা।

4 / 8
২০১০ সালে কলেজে থাকাকালীনই তার বিরুদ্ধে প্রথম এফআইআর দাখিল হয়। অভিযোগ ছিল খুনের চক্রান্তের। এর পর ২০১১ সালে ডাকাতির অভিযোগে আরও এক এফআইআর দায়ের করা হয় তার বিরুদ্ধে। চন্ডীগড় পুলিশের রেকর্ড অনুযায়ী শুধু ওই শহরেই তার বিরুদ্ধে এক বছরে সাতটি এফআইআর দায়ের হয়। এর মধ্যে চারটির জন্য তাকে হাজিরা দিতে হয় আদালতে বাকি তিনটি আজও 'পেন্ডিং'।

২০১০ সালে কলেজে থাকাকালীনই তার বিরুদ্ধে প্রথম এফআইআর দাখিল হয়। অভিযোগ ছিল খুনের চক্রান্তের। এর পর ২০১১ সালে ডাকাতির অভিযোগে আরও এক এফআইআর দায়ের করা হয় তার বিরুদ্ধে। চন্ডীগড় পুলিশের রেকর্ড অনুযায়ী শুধু ওই শহরেই তার বিরুদ্ধে এক বছরে সাতটি এফআইআর দায়ের হয়। এর মধ্যে চারটির জন্য তাকে হাজিরা দিতে হয় আদালতে বাকি তিনটি আজও 'পেন্ডিং'।

5 / 8
সূত্র বলছে, বিষ্ণোইয়ের দলে নাকি ইতিমধ্যেই রয়েছে ৭০০-র বেশি গ্যাংস্টার। এদের মধ্যে রয়েছে শার্পশুটার রাও। যাদের এক নিশানাতেই ঘায়েল প্রতিদ্বন্দ্বী। এই মুহূর্তে বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লরেন্সের গ্যাং। এই মুহূর্তে তিহার জেলে বন্দি রয়েছে লরেন্স। কিন্তু সেখানে বসেও সে তুমুল সক্রিয়। ২০১৮ সালে ফাঁস হয়ে যায় লরেন্সের এক কীর্তি।

সূত্র বলছে, বিষ্ণোইয়ের দলে নাকি ইতিমধ্যেই রয়েছে ৭০০-র বেশি গ্যাংস্টার। এদের মধ্যে রয়েছে শার্পশুটার রাও। যাদের এক নিশানাতেই ঘায়েল প্রতিদ্বন্দ্বী। এই মুহূর্তে বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লরেন্সের গ্যাং। এই মুহূর্তে তিহার জেলে বন্দি রয়েছে লরেন্স। কিন্তু সেখানে বসেও সে তুমুল সক্রিয়। ২০১৮ সালে ফাঁস হয়ে যায় লরেন্সের এক কীর্তি।

6 / 8
তার ঘনিষ্ঠ সম্পত নেহরা পুলিশের জালে বন্দি হন ২০১৮ সালে। সেখানেই জেরার মুখে অভিযুক্ত দাবি করেন সলমন খানকে হত্যার ছক কষেছিল তারা। আর এই গোটা পরিকল্পনার মূল ষড়যন্ত্রী ছিল লরেন্সই। পুলিশ সূত্রে জানা গিয়েছিল কৃষ্ণসার হত্যার জন্যই সলমনকে সরিয়ে দিতে চেয়েছিল বিষ্ণোই গ্যাং। লরেন্স জাঠ। আর তাদের সম্প্রদায়ে কৃষ্ণসার পবিত্র। সেই কারণেই লরেন্সের আক্রোশ জন্মেছিল সুপারস্টারের উপর। যদিও সম্পত ধরা পড়ায় সে যাত্রায় ভেস্তে যায় প্ল্যান।

তার ঘনিষ্ঠ সম্পত নেহরা পুলিশের জালে বন্দি হন ২০১৮ সালে। সেখানেই জেরার মুখে অভিযুক্ত দাবি করেন সলমন খানকে হত্যার ছক কষেছিল তারা। আর এই গোটা পরিকল্পনার মূল ষড়যন্ত্রী ছিল লরেন্সই। পুলিশ সূত্রে জানা গিয়েছিল কৃষ্ণসার হত্যার জন্যই সলমনকে সরিয়ে দিতে চেয়েছিল বিষ্ণোই গ্যাং। লরেন্স জাঠ। আর তাদের সম্প্রদায়ে কৃষ্ণসার পবিত্র। সেই কারণেই লরেন্সের আক্রোশ জন্মেছিল সুপারস্টারের উপর। যদিও সম্পত ধরা পড়ায় সে যাত্রায় ভেস্তে যায় প্ল্যান।

7 / 8
২০২১ সালে দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাংয়ের গুন্ডাদের বিভিন্ন রাজ্য থেকে MCOCA মামলায় আদালতে নিয়ে যাওয়ার সময়েও যোধপুরে সলমনকে হত্যার হুমকি দিয়েছিল লরেন্স। সলমন রক্ষা পেলেও, সিধু পাননি। প্রকাশ্যেই লরেন্স ও তার সঙ্গী গোল্ডির নির্দেশে একের পর এক গুলি ঝাঁঝরা করে দেয় এই পঞ্জাবি গায়ককে। লরেন্স-রাজে জেরবার পুলিশ। সে অবশ্য ভ্রূক্ষেপহীন।

২০২১ সালে দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাংয়ের গুন্ডাদের বিভিন্ন রাজ্য থেকে MCOCA মামলায় আদালতে নিয়ে যাওয়ার সময়েও যোধপুরে সলমনকে হত্যার হুমকি দিয়েছিল লরেন্স। সলমন রক্ষা পেলেও, সিধু পাননি। প্রকাশ্যেই লরেন্স ও তার সঙ্গী গোল্ডির নির্দেশে একের পর এক গুলি ঝাঁঝরা করে দেয় এই পঞ্জাবি গায়ককে। লরেন্স-রাজে জেরবার পুলিশ। সে অবশ্য ভ্রূক্ষেপহীন।

8 / 8
Follow Us: