Exclusive: লিফটে কোন নায়কের সঙ্গে আটকে পড়তে চান শ্রাবন্তী? হাসিমুখে বললেন…
জুন মাসে 'রবীন্দ্র কাব্য রহস্য' মুক্তির পর দুর্গাপুজোতে মুক্তি পাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'দেবী চৌধুরাণী'। সেই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। একটা বিরতির পর দুর্গাপুজোতে শ্রাবন্তী অভিনীত ছবি আসছে। তাই এই ছবিটা নিয়ে শ্রাবন্তী যে বেশ উত্তেজিত, সেটা নিজে মুখেই বললেন। লক্ষণীয়, দুর্গাপুজোতে নারীকেন্দ্রিক ছবি তুলনায় কম মুক্তি পায়। তাই এই ছবির বাণিজ্যের দিকেও চোখ থাকবে সিনেমাপ্রেমীদের।

২০ জুন মুক্তি পাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত নতুন ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’। সেই ছবিতে শ্রাবন্তীর পাশাপাশি রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী। প্রিয়াংশু এই ছবিতে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায়। নতুন ছবির প্রচারে শ্রাবন্তী ১১ জুন এসেছিলেন TV9 বাংলার অফিসে। এদিন সাদা শাড়িতে মোহময়ী লাগছিল নায়িকাকে।
লিফটে ওঠার সময়ে শ্রাবন্তীকে প্রশ্ন করা হল, হঠাত্ যদি কোনও নায়কের সঙ্গে লিফটে আটকে পড়তে হয়, তা হলে কাকে বাছবেন? শ্রাবন্তী কি সুপারস্টার জিতের নাম বলবেন নাকি সুপারস্টার দেবের নাম বলবেন, সেটাও দেখার অপেক্ষা ছিল। তবে শ্রাবন্তী বেছে নিলেন বলিউডের একজন ভীষণই হ্যান্ডসম নায়ককে। শ্রাবন্তীর কথায়, “একটাই শর্ত, কোনও নায়কের সঙ্গে লিফটে আটকে যাওয়ার জন্য। লিফটটা কিছুক্ষণের জন্য খারাপ থাকতে হবে।” তা হলে কি নায়ক-নায়িকার রোম্যান্স জমবে লিফটে? সেই ব্যাপারটা অবশ্য খোলসা করলেন না নায়িকা। তবে নায়কদের মধ্যে শাহিদ কাপুরকে বেছে নিয়েছেন তিনি। শ্রাবন্তী এর আগেও বিভিন্ন সাক্ষাত্কারে বলেছেন যে শাহিদ তাঁর পছন্দের নায়ক। সেই পছন্দ যে একেবারে বদলায়নি, তা স্পষ্ট হল নায়িকার কথায়।
জুন মাসে ‘রবীন্দ্র কাব্য রহস্য’ মুক্তির পর দুর্গাপুজোতে মুক্তি পাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরাণী’। সেই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। একটা বিরতির পর দুর্গাপুজোতে শ্রাবন্তী অভিনীত ছবি আসছে। তাই এই ছবিটা নিয়ে শ্রাবন্তী যে বেশ উত্তেজিত, সেটা নিজে মুখেই বললেন। লক্ষণীয়, দুর্গাপুজোতে নারীকেন্দ্রিক ছবি তুলনায় কম মুক্তি পায়। তাই এই ছবির বাণিজ্যের দিকেও চোখ থাকবে সিনেমাপ্রেমীদের।





