‘আমিও আর ফিরব না’, কোন আক্ষেপ মেটাতে আজও মঞ্চে উঠে গান ধরেন আশা?

Sep 24, 2024 | 11:12 PM

Asha Bhosle: তাঁর গানের ভূবণ এতটাই প্রসিদ্ধ, যে আজও তা কালজয়ী হয়ে রয়ে গিয়েছে। তবে অরিজিনাল গান গাওয়া ছেড়ে দিয়েছেন আশা অনেকদিন হল। কিন্তু কনসার্টে ‘না’ নেই।

আমিও আর ফিরব না, কোন আক্ষেপ মেটাতে আজও মঞ্চে উঠে গান ধরেন আশা?

Follow Us

আশা ভোসলে। দেখতে দেখতে বয়স এবার ৯০ পেরিয়ে গেল। সামনেই ৯১ তম জন্মদিন গায়িকার। দীর্ঘ দিনের সফর তাঁর গানের জগতে। একের পর এক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন আশা। একটা সময় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন লতা মঙ্গেশকর ও আশা ভোসলে। লতা মঙ্গেশকর আর নেই। বহু বছর নায়িকার কণ্ঠে গান গেয়েছেন তিনি। বয়স যতই বেড়ে যাক, কণ্ঠের বয়স যেন একই থেকে গিয়েছে। একইভাবে মেদহীন কণ্ঠস্বর ধরে রেখেছেন আশা ভোসলে। আর তাঁর গানের ভূবণ এতটাই প্রসিদ্ধ, যে আজও তা কালজয়ী হয়ে রয়ে গিয়েছে। তবে অরিজিনাল গান গাওয়া ছেড়ে দিয়েছেন আশা অনেকদিন হল। কিন্তু কনসার্টে ‘না’ নেই।

একের পর এক কনসার্ট তিনি করে চলেছেন। সামনেই আসছে গালা সেলিব্রেশন, ৯ মার্চ ৯১ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে আবারও গান ধরবেন তিনি। আশা ভোসলে কেন আজও কনসার্ট করছেন? অনেকের মনেই এই প্রশ্ন বর্তমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মর্মে মুখ খুলেছেন তিনি। বলেছিলেন, ”যদি আমি আরও বাঁচি, তবে আমি মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে যাব, কনসার্ট করব। আমার শোয়ের নাম ও ফির নেহি আতি হ্যায়। আমিও আর ফিরব না। তোমার মনে কখনও সেই আক্ষেপটা থাকা উচিত নয়, ওই মানুষটাকে আমি দেখতে পাব না। অনেকেই বলেন, আমি কিশোর কুমারকে বা অন্যান্য গায়ক-গায়িকাদের দেখিনি। কিন্তু এখন আপনি বলতে পারবেন, আমরা আশা ভোসলেকে দেখেছি। আমি নাম ও জনপ্রিয়তা পেয়েছি। মানুষ আমায় চিনতে শুরু করে। আমি যখন কাজ ছেড়ে দিয়েছিলাম, আমি তখনও গান করেছি। আমি গান গেয়ে যাব, আমি রেওয়াজ করে যাব। আমি গান কোনওদিন ছাড়ব না। তাই আজও আমার কণ্ঠস্বর ঠিক রয়েছে।”

Next Article