জিতের পদবি ব্যবহারে বাধা কোথায়? নিজেই বললেন নায়ক
জিতের পদবি মদনানি, সেটা সকলে জানেন। আবার জিতের মতো টলিপাড়ায় সুপারস্টার দেব পদবি ব্যবহার করেন না। তাঁর নাম দীপক অধিকারী। তবে সিনেমায় কাজ করতে শুরু করার পর দেব নামটাই ব্যবহার করেছেন অভিনেতা। নায়কদের মধ্যে অঙ্কুশ হাজরাও পদবি ব্যবহার করেন না। সিনেমায় শুধু অঙ্কুশ ব্যবহার করেন তিনি। তারকাদের অনেকেই নামে কিছুটা বদল আনেন সিনেমার দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর। যেমন বাবুল সুপ্রিয় ডাকনাম আর ভালোনাম একসঙ্গে ব্যবহার করেন।

টলিউডের সুপারস্টার জিত্ বড়পর্দায় পদবি ব্যবহার করেন না। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এখন কোনও পদবি নেই। টুইটার বা ইনস্টাগ্রামে গেলে দেখা যাবে, শুধু জিত্ নামে আছেন তিনি। অতীতে পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে এক আলোচনায় এই বিষয়ে কথা বলেছিলেন টলিউডের সুপারস্টার।
ঋতুপর্ণ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, ”তুই যে বায়োলজিকালি বাঙালি নয়, সে কারণেই কি পদবি ব্যবহার করিস না?” উত্তরে জিত্ বলেন, ”আমি বায়োলজিকালি বাঙালি নই, সেটা একটা কারণ। তবে আমার পদবিটা সহজে উচ্চারণ করতে সকলে স্বচ্ছন্দ নন, সে কারণেও ছবিতে ব্যবহার করিনি।” এই কথা শুনে ঋতুপর্ণ লতা মঙ্গেশকরের উদাহরণ দেন। ঋতুপর্ণর বক্তব্য ছিল, মঙ্গেশকর পদবিও সকলে সহজে উচ্চারণ করতে পারেন না। তবে লতা সব সময়ে পদবি ব্যবহার করতেন। জিত্ তখন যোগ করেন যে অমিতাভ বচ্চন বা শাহরুখ খান নামগুলোও শুনতে দারুণ ভালো তা নয়। কিন্তু কেউ তাঁর সিগনেচার তৈরি করে ফেললে তখন, সেই ব্যক্তির নামটাই সকলে সেলিব্রেট করেন।
জিতের পদবি মদনানি, সেটা সকলে জানেন। আবার জিতের মতো টলিপাড়ায় সুপারস্টার দেব পদবি ব্যবহার করেন না। তাঁর নাম দীপক অধিকারী। তবে সিনেমায় কাজ করতে শুরু করার পর দেব নামটাই ব্যবহার করেছেন অভিনেতা। নায়কদের মধ্যে অঙ্কুশ হাজরাও পদবি ব্যবহার করেন না। সিনেমায় শুধু অঙ্কুশ ব্যবহার করেন তিনি। তারকাদের অনেকেই নামে কিছুটা বদল আনেন সিনেমার দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর। যেমন বাবুল সুপ্রিয় ডাকনাম আর ভালোনাম একসঙ্গে ব্যবহার করেন।
