বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? কেরিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে কাঁর। তবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে শোরগোল ফেলা তাঁর প্রেমকাহিনি বি-টাউনের অন্দরমহেল সর্বাধিক চর্চিত। তবে অনেকেই হয়তো জানেন না, তিনি বিয়ে করতে চেয়েছিলেন জুহি চাওলাকে। জুহির বাবার কাছে নিয়ে গিয়েছিলেন বিয়ের প্রস্তাব। জুহিকে বেশ মিষ্টি মেয়েই মনে হতো তাঁর। এক সাক্ষাৎকারে সলমন খান মুখ খোলেন এই প্রসঙ্গে। তাঁর কথায়, জুহি চাওলার বাবা মুহূর্তে সলমন খানকে না বলে দিয়েছিলেন।
কেন, তার কারণ স্পষ্ট ছিল না সলমন খানের কাছে। ভাইজান বলেন, ‘কে জানে কি খুঁজছিলেন তিনি?’ এরপর থেকেই চর্চিত হতে শুরু করে সলমন খান ও জুহি চাওলার নাম। যদিও তিনি এই প্রসঙ্গে আর কোনও মন্তব্যই করেননি। বর্তমানে বিবাহিত জুহি চাওলা। ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। তবে সলমন খান এখনও অবিবাহিতই থেকে গিয়েছেন। যদিও বিয়ে যে তিনি করবেন না, সে বিষয় নিশ্চিত করে এখনও উত্তর দেন না ভাইজান।
তবে সলমনের সেই না জানা কারণের উত্তর দিলেন এবার খোদ জুহি চাওলা। সলমনের তরফ থেকে আসা বিয়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন না তিনি। একবাক্যে মেনে নিলেন খবরের সত্যতা। তবে কেন বিয়ের পিঁড়িতে বসেননি তিনি? এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, সলমন খানকে বিয়ে করেননি তার একমাত্র কারণ তখন সবে মাত্র তিনি কেরিয়ার শুরু করেছিলেন। তিনি কাজে ফোকাস করতে চাইছিলেন। আর সেই কারণেই তিনি কেরিয়ারের কথা ভেবে ব্যক্তিজীবনে খুব একটা বড় সিদ্ধান্ত নিতে রাজি হননি। আর তাই খালি হাতে ফিরতে হয়েছিল ভাইজানকে।