‘শুধুমাত্র এই কারণে…’, কেন মা হতে চান না লোপামুদ্রা মিত্র?

Lopamudra Mitra: ভালবাসা, ঝগড়া, হাসি-কান্না---এই সব মিলিয়ে দু'যুগ একসঙ্গে পার করে ফেলেছেন তাঁরা। ২৪ বছরের দাম্পত্যে কখনও সুর মিলেছে আবার কখনও তাল কেটেছে কিন্তু একে অপরের সঙ্গ তাঁরা কোনও দিন ছাড়েননি। কথা হচ্ছে লোপামুদ্রা মিত্র এবং জয় সরকারের।

'শুধুমাত্র এই কারণে...', কেন মা হতে চান না লোপামুদ্রা মিত্র?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 5:02 PM

ভালবাসা, ঝগড়া, হাসি-কান্না—এই সব মিলিয়ে দু’যুগ একসঙ্গে পার করে ফেলেছেন তাঁরা। ২৪ বছরের দাম্পত্যে কখনও সুর মিলেছে আবার কখনও তাল কেটেছে কিন্তু একে অপরের সঙ্গ তাঁরা কোনও দিন ছাড়েননি। কথা হচ্ছে লোপামুদ্রা মিত্র এবং জয় সরকারের। তাঁদের দু’জনের বয়সের ফারাক পাঁচ বছরের ।

জয় ছোট, লোপামুদ্রা বড়। তাতে কী? প্রেম কি আর বয়স মানে!এই জানুয়ারিতেই বিয়েটা সেরেছিলেন তাঁরা। শোয়ের মাঝে একটা ফাঁকা তারিখ দেখেই বিয়ে করেন তাঁরা। সালটা ছিল ২০০১। বিয়ের পর থেকে একটা প্রশ্ন অনেকবারই তাঁদের শুনতে হয়েছে। সন্তান নেওয়ার কোনও পরিকল্পনা করেননি তাঁরা? এখনও কেন বাচ্চার পরিকল্পনা করছেন না তাঁরা?

সেই প্রশ্নেরও স্পষ্ট জবাব দেন তাঁরা। বছর দুয়েক আগে মাছরাঙা টেলিভিশনকে একটি সাক্ষাত্‍কার দিয়েছিলেন তাঁরা। সেখানে তাঁকে সটান প্রশ্ন করা হয় যে এখনও তাঁরা কেন বাচ্চার পরিকল্পনা করেননি। সাক্ষাত্‍কারে গায়িকা বলেছিলেন, “আমাদের কোনও সন্তান নেই, শুধুমাত্র মিউজিকের জন্য। সঙ্গীতই আমাদের সন্তান। তাই তাকেই পুরো সময়টা দিতে চাই।” গান নিয়েই জীবনের বাকিটা কাটিয়ে দিতে চান তাঁরা। বয়সের ফারাক কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের জীবনে। তা নিয়ে বরের সঙ্গে অনেক সময়ই মজা করেন গায়িকা।