Bangla NewsEntertainment Why rhea chakraborty has been snipped out from the poster of her upcoming film chehre
‘চেহরে’র পোস্টারে কেন নেই রিয়া? কী বলছে তাঁর ঘনিষ্ঠমহল
দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছে 'চেহরে'র পোস্টার। পোস্টারে অমিতাভ বচ্চন থেকে শুরু করে ইমরান হাসমি, বাঙালি অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের ছবি থাকলেও দেখা যায়নি রিয়াকে।
২৯ বছর পড়লেন রিয়া চক্রবর্তী। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় দেননি কোনও পোস্ট। নেই সেলিব্রেশনের ছবিও। এক বছর ধরে বিতর্ককে সঙ্গী করে চলা রিয়ার জার্নি শুরু হয়েছিল এক রিয়ালিটি শো থেকেই। কীভাবে? জেনে নিন।
Follow Us
বলিউডে কি ব্রাত্যই হয়ে গেলেন রিয়া চক্রবর্তী? আর কোনওদিনই তাঁকে দেখা যাবে না সেলুলয়েডের পর্দায়? পরিচালক রুমি জাফরির আগামী ছবি ‘চেহরে’র পোস্টারে নেই তিনি। ছবিতেও তাঁর অংশ বাদ পড়েছে কিনা তা নিয়ে চুপ ছবির প্রযোজক। আর রিয়া? তাঁর প্রতিক্রিয়া কী? মুখ খুললেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু।
দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছে ‘চেহরে’র পোস্টার। পোস্টারে অমিতাভ বচ্চন থেকে শুরু করে ইমরান হাসমি, বাঙালি অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের ছবি থাকলেও দেখা যায়নি রিয়াকে। অথচ সুশান্ত সিং রাজপুতের পর বলিপাড়ার হাতে গোনা যে কয়েক জন সরাসরি রিয়ার পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের মধ্যে রুমি জাফরি অন্যতম। রুমিই বলেছিলেন, তিনি রিয়ার পাশে রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন। সেই রুমির ছবিতেই রিয়ার অনুপস্থিতি নজর কাড়ে সকলের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, পোস্টারে না থাকার সম্ভাবনা সম্পর্কে অবগতই ছিলেন না রিয়া। তাঁর ঘনিষ্ঠ বন্ধুর কথায়, “সবচেয়ে দুঃসহ স্বপ্নেও রিয়া এমনটা ভাবতে পারেননি। এতটা অবহেলা পোহাতে হবে জানতে পারেননি। ২০২০ সালে তাঁর উপর দিয়ে যা যা গিয়েছে তারপর আবারও কোনওমতে নিজেকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন রিয়া। তারপরেই এই ঘটনা। যা মনে হচ্ছে বলিউড তাঁকে স্বাগত জানায়নি।” রিয়া ব্যাপারটিকে কীভাবে দেখছেন? তিনি কি আবারও ভেঙে পড়েছেন? অভিনেত্রীর সেই বন্ধুর কথায়, “গত বছর ওর সঙ্গে সঙ্গে যা যা হয়েছে তারপরেও কি আপনার মনে হয় এই বিষয়টি ওকে ভেঙে ফেলতে পারে? অনেক ঝামেলার মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আগামী দিনে রিয়া এই সমস্যা থেকেও বের হয়ে আসবে।”
যদিও রিয়া পোস্টারে না থাকার ব্যাপারে মুখ খোলেননি পরিচালক রুমি জাফরি। যা জানা যাচ্ছে, রিয়াকে যে পোস্টার থেকে বাদ দেওয়া হবে সে বিষয়ে রুমির কাছে আগাম কোনও খবর ছিল না। এ বার প্রশ্ন হল, তবে কি ছবি থেকেও তিনি বাদ? এ নিয়ে এখনও পর্যন্ত চুপ সব মহলই।
গত বছর রিয়ার ১৪ জুন রিয়ার প্রেমিক অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মিডিয়া-সেলেব-সাধারণ– সকলের চোখ ছিল রিয়ার উপরেই। অভিযোগ, পাল্টা অভিযোগে রিয়া হয়ে গিয়েছিলেন ভিলেন। মাদক কাণ্ডে গ্রেফতারও হতে হয়েছিল তাঁকে। যদিও সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুতে তিনি জড়িত কিনা সে বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে সিবিআই।