টাইপ কাস্টের ভয় তৃপ্তির মনে! নগ্ন দৃশ্যে অভিনয় করেই রাতারাতি…
একটা ছোট্ট চরিত্র তাঁর কেরিয়ারে বিস্তার প্রভাব ফেলে যায়, যেখানে রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তির রোম্যান্সের দৃশ্য পর্দায় ঝড় ঝড় তোলে। ছবির মূল অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে রণবীর কাপুরের রোম্যান্স চর্চিত হয়েছিল ছবি মুক্তি পাওয়ার আগে থেকে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর তা সম্পূর্ণ রূপে পাল্টে যায়।

তৃপ্তি দিম্রি, বলিউডের অন্যতম চর্চিত নাম। যাঁকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে থাকে। তাঁর একাধিক পুরোনো ভিডিয়ো মাঝে মধ্যেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তেমনই এক ভিডিয়োতে কথা প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়– ‘সেক্স করেছিস?’ ভিডিয়োটি একটি প্রোমোশনের ভিডিয়ো। যেখানে তিনি নিজেই বলছেন তিনি সম্পর্ক নিয়ে কথা বলতে পছন্দ করেন না, আবার তিনি নিজেই গোপনে গসিপ করছেন। বন্ধুদের ফোন করে জানতে চাইছেন তাঁদের সম্পর্কের কথা, তাঁরা যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন কি না, ইত্যাদি। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটপাড়ায়। যদিও তা প্রচারের জন্যে নির্মাণ ভিডিয়ো।
তবে তিনি রীতিমতো অপদস্তে পড়েছিলেন, যখন তাঁর নগ্ন দৃশ্য নিয়ে পরিবারে আলোচনা শুরু হয়েছিল। অ্যানিম্যান খ্যাত অভিনেত্রী এখন বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত।
একটা ছোট্ট চরিত্র তাঁর কেরিয়ারে বিস্তার প্রভাব ফেলে যায়, যেখানে রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তির রোম্যান্সের দৃশ্য পর্দায় ঝড় ঝড় তোলে। ছবির মূল অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে রণবীর কাপুরের রোম্যান্স চর্চিত হয়েছিল ছবি মুক্তি পাওয়ার আগে থেকে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর তা সম্পূর্ণ রূপে পাল্টে যায়। কারণ সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তৃপ্তি দিম্রি। ছবিতে যাঁর অংশ সর্বসাকূল্যে ২০ মিনিট। তাতেই যেন বাজিমাত।
তবে তৃপ্তি একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি টাইপ কাস্ট হতে চান না। একই ধারার চরিত্রের প্রস্তাব তাঁর কাছে পৌঁছতে শুরু করলে, একটা সময়ের পর সিদ্ধান্ত বদল করেন তিনি। স্থির করেন বিভিন্ন ধারার চরিত্র করবেন, যদিও আজ পর্যন্ত যে ধরনের চরিত্র মূলত তিনি পেয়েছেন, তার অধিকাংশই বোল্ড।
