রবি ঘোষের সঙ্গে কাজ করতে ভয় পেতেন উত্তম কুমার, কেন এই কথা বলেছিলেন মহানায়ক?
এমনই এক গল্প উঠে এল অভিনেতা তপেন চট্টোপাধ্যায়ের ভাষায়। গুপী গায়েন-বাঘা বায়েনের শ্যুটিং-এর সময়ের কথা। মহানায়ক উত্তম কুমার তপেন চট্টোপাধ্যায়কে বলেছিলেন, তিনি রবি ঘোষের সঙ্গে কাজ করতে ভয় পান।

চলচ্চিত্র জগৎ সম্পর্কে দর্শকদের কৌতুহল অপরিসীম। পর্দার চরিত্র আর বাস্তবের মানুষের মধ্যে অনেক সময় কোনও মিলই থাকে না। আর এই কারণেই তারকাদের সম্পর্কে নানা অজানা গল্প পাঠকদের পছন্দের তালিকায় থেকে যায়। আর সেই অভিনেতা যদি হয় মহানায়ক, তাহলে তাঁর কথাই আলাদা। এমনই এক গল্প উঠে এল অভিনেতা তপেন চট্টোপাধ্যায়ের ভাষায়। গুপী গায়েন-বাঘা বায়েনের শ্যুটিং-এর সময়ের কথা। মহানায়ক উত্তম কুমার তপেন চট্টোপাধ্যায়কে বলেছিলেন, তিনি রবি ঘোষের সঙ্গে কাজ করতে ভয় পান।
সেই গল্প গুপী গায়েন তপেন চট্টোপাধ্যায়ের ভাষায়-
“’গুপী গায়েন-বাঘা বায়েন’-এর শ্যুটিং চলছে, হঠাৎ খবর পেলাম পাশের সেটে কাজ করছেন উত্তম কুমার। ব্যাস, তাঁকে একবার দেখার প্রবল ইচ্ছে আমার মাথাচাড়া দিয়ে উঠল। ফাঁক পেয়েই দৌড়ে গেলাম পাশের সেটে, গিয়ে দেখি উত্তম বাবু বেরিয়ে যাচ্ছেন। আমি পড়িমরি করে তাঁর প্রায় গাড়ির নিচেই চলে আসছিলাম। উত্তমবাবু মনে হয় একটু রেগে গিয়েছিলেন, চিৎকার করে বললেন এভাবে কেউ দৌড়ায়? আমি খুব লজ্জিত হয়ে বললাম- আমি শুধু আপনাকে প্রণাম করেই চলে যাবো। তিনি গাড়ি থেকে নেমে এলেন, আমাকে আমার মনস্কামনা পুরণের সুযোগ দিলেন, সঙ্গে ভবিষ্যতে সাবধানে চলাচলের জন্য সতর্ক করেও দিলেন। এই ফাঁকে আমি ওঁকে জানালাম, যে আমি পাশের ফ্লোরেই কাজ করছি। তিনি জানতে চাইলেন কোন সিনেমা- আমি উত্তর দিলাম। তিনি কিছুক্ষণ চুপ করে কী যেন ভাবলেন। আমি মনে করলাম তিনি এবার নিশ্চয় মানিকদার কথা জিজ্ঞেস করবেন। অথচ তিনি বললেন- ওই ছবিতে রবি ঘোষ আছে না? বললাম হ্যাঁ। তিনি বললেন রবির সঙ্গে কাজ করতে তোমার ভয় করে না? আমি ঠিক বুঝতে না পেরে বললাম – ভয় করবে কেন, রবিদা তো খুব ভাল মানুষ। আমার উত্তর শুনে উত্তম বাবু বলেছিলেন – কী জানি ভাই! আমার তো রবি’র সঙ্গে কাজ করতে খুব ভয় করে। বলেই একটা ছোট্ট মিষ্টি হাসি দিয়ে উত্তম বাবু বিদায় নিলেন।
এর কয়েক বছর পর আবার উত্তমবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল একটা পার্টিতে। সেখানে রবিদাও ছিলেন। সুযোগ পেয়ে আমি সেদিনের কথা তুলে নিজের পরিচয় দিলাম। দেখলাম উত্তমবাবু ঘটনাটা ঠিক মনে রেখেছেন। আমি তখন জিজ্ঞেস করলাম যে- রবি ঘোষের সঙ্গে অভিনয় করতে আপনার ভয় করে, এমন আপনি সেদিন বলেছিলেন। দয়া করে যদি কারণটা বলেন। মহানায়ক বললেন- “ভয় আজও হয়। রবি কত বড় অভিনেতা সেটা অনেকেই জানে না। একবার এক শটে ছিল যে একজন আমার গাড়ির তলায় চাপা পড়বে, আর আমি গাড়ি থেকে নেমে তাকে দেখতে যাব। রবি ছিল ভিড়ের ভিতরে একজন। এমন সময় রবি এমনভাবে হাত নাড়তে লাগলো যে স্বভাবতই দর্শকের চোখ ওর দিকে যাবেই। কিন্তু ওটা আমার শট ছিল। রবি এভাবে যে কত লাইম-লাইট শুষে নিয়েছে বলে বোঝাতে পারবো না ভাই। তাই ওর সঙ্গে কাজ করতে আমার ভয় করে”। ততক্ষণে রবিদাও এসে দাঁড়িয়েছে আমাদের সঙ্গে। লজ্জিত হয়ে মাথা নীচু করে শুধু বললেন- আপনি যে কী বলেন না ! হাসতে হাসতে উত্তম বাবু বললেন-“ আমি পরিচালককে বলেছিলাম- ভিড়ের মাঝে রবি না থাকলেই ভাল হতো। আমি বুঝতে পারলাম- অন্যের কাজের প্রতি শ্রদ্ধা না থাকলে কেউ বড় হতে পারে না।” তারকাদের একে অপরের প্রতি এমন শ্রদ্ধাই বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে।
তথ্য ঋণঃ বাবি ব্লগ





