AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাপুর পরিবারের উত্তরসূরী রাহা কি আদপে সিনেমা করবে! কী রয়েছে ভাগ্যে

এই স্টারকিডও কি একটা সময় সিনেদুনিয়ায় রাজত্ব করবে? নাকি কেরিয়ার হিসেবে অন্য পথ বেছে নেবে সে? রাহা কাপুর যদি কাপুর পরিবারের সিনেদুনিয়ায় রাজত্ব ধরে না রাখতে পারে, তবে এই কাপুর পরিবারের বংশ রণবীর কাপুরদের হাত ধরেই শেষ অধ্যায় লিখবে।

কাপুর পরিবারের উত্তরসূরী রাহা কি আদপে সিনেমা করবে! কী রয়েছে ভাগ্যে
| Edited By: | Updated on: Aug 22, 2025 | 2:13 PM
Share

রাহা কাপুর, কাপুর পরিবারের উত্তরসূরী। যে পরিবার বলিউডের তাজ। রক্তে যাঁদের অভিনয়। বলিউডে দশকের পর দশক রাজত্ব তাঁদের। সেই পরিবারের সন্তান রাহা কাপুর। অনেকেই রণবীর-আলিয়া কন্যার কটা চোখ দেখে রাজকাপুরের সঙ্গে তুলনা করে থাকেন। অন্যদিকে মা আলিয়া ভাট, বলিউডে তাঁরও দাপট নেহাতই কম নয়। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সন্তানের তাহলে ভবিষ্যৎ কী? এই স্টারকিডও কি একটা সময় সিনেদুনিয়ায় রাজত্ব করবে? নাকি কেরিয়ার হিসেবে অন্য পথ বেছে নেবে সে? রাহা কাপুর যদি কাপুর পরিবারের সিনেদুনিয়ায় রাজত্ব ধরে না রাখতে পারে, তবে এই কাপুর পরিবারের বংশ রণবীর কাপুরদের হাত ধরেই শেষ অধ্যায় লিখবে।

মাত্র আড়াই বছরের রাহা তাই অনেকের কাছেই আশার আলো। কিন্তু চাইলেই তো আর স্বপ্ন পূরণ হয় না, ভাগ্য কি আদপে সহায় রয়েছে? কী লেখা রয়েছে রাহা কাপুরের কপালে? জ্যোতিষশাস্ত্র মতে, রাহা নামের অর্থ হল স্বাধীনতা, সত্য। রাহা শনির জাতিকা। তাঁর শশ মহাপুরুষ যোগ রয়েছে। তাঁর দশম ঘরের দ্বিতীয় কক্ষে শুক্র রয়েছে। যার অর্থ কেরিয়ার, যা মালব্য যোগ তৈরি করে। এতে বোঝা যায় রণবীর কন্যা রাহাও গ্ল্যামার, অভিনয় ও বিনোদন জগতে খ্যাতি অর্জন করবেন। তৃতীয় ঘরে চাঁদ গজকেশরী যোগ দেখা যাচ্ছে। যার প্রভাবে এই কন্যা রণবীর এবং আলিয়ার জীবনেও অনেক সমৃদ্ধ করবে।

আচার্য ধর্মীশ্রীজি আরও বলেছেন, যে দশম ঘরে সূর্য শুক্রের রাশিতে বসে আছে, যা দেখায় যে আগামী বছরে রণবীর কাপুর আরও খ্যাতি অর্জন করবেন এবং তার আরও বেশি ছবি হিট হবে। সবটাই রাহার ভাগ্য জোরে। অন্যদিকে রাহুর উপস্থিতি (মায়ের ঘরে) মায়ের (আলিয়ার) হলিউড সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখায়। আমদানি রপ্তানি বা বিদেশী সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। রাশিচক্রের দশমঘর অভিনয়, গ্ল্যামার, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয়গুলি নির্দেশ করে দেখায় যে তিনি ভবিষ্যতে শিল্পকলা, স্থাপত্য, বিনোদন, বলিউড, গ্ল্যামার, সঙ্গীত, মিডিয়া মার্কেটিং জগতে খুব সফল হবেন। সেলিব্রিটি জ্যোতিষী ধর্মীশ্রীজি আরও জানান যে, ২০৩৮ থেকে ২০৫৮ সময়কালে রণবীর আলিয়ার কন্যা রাহার জন্য একটি সুবর্ণ সময় হবে যা পুরস্কার, খ্যাতি, কৃতিত্ব নিয়ে আসবে।