হোলি পার হয়েছে এক সপ্তাহ। কিন্তু এখনও পুরদস্তুর ‘হোলি মুডে’ রয়েছেন অমিতাভ বচ্চন। এ বার বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মস্করায় মেতে উঠলেন বিগ-বি। শেয়ার করলেন জোকসও। যদিও তাঁর বিধিবদ্ধ সতর্কীকরণ, “অনুষ্কা এবং বিরাটকে শ্রদ্ধা জানিয়েই বলছি…”।
ইনস্টাগ্রামে রঙিন পোশাকে নিজেকে মুড়ে বিগ-বি লেখেন, “রঙ এখনও যায়নি। আর সে কারণেই উৎসবের চুটকির রেশও ফুরিয়ে যায়নি এখনও।” এরপরেই অমিতাভের জোকস বাণ। হিন্দিতে সোশ্যাল মিডিয়ায় থেকে সংগ্রহ করা এক জোকস শেয়ার করে ওই সেলেব যুগলের উদ্দেশ্যে হিন্দিতে অমিতাভ লেখেন, “যদি ইংরেজিতে লেখা হয়, Anushka has a huge apartment তা হিন্দিতে তর্জমা করলে দাঁড়াবে অনুষ্কা কে পাস বিরাট খোলি হ্যায়।” শেষে কিনা ভারতের ক্রিকেট অধিনায়ক কে ‘হিউজ অ্যাপার্টমেন্ট’ই বানিয়ে দিলেন বিগ-বি!
নেটিজেনরাও অমিতাভের তারিফ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ‘গুড হিউমার’ যে মোটেও ট্রোলের মতো ক্ষতিকারক নয়, তা মনে করে দিয়ে তাঁদের বক্তব্য, “স্যর, আপনি পারেনও”। ২০১৭-এ মুম্বইয়ে আয়োজিত বিরাট-অনুষ্কার রিসেপশনে আমন্ত্রিত ছিলেন বিগ-বি। অভিষেক-ঐশ্বর্যাকে নিয়ে হাজিরও হয়েছিলেন অনুষ্ঠানে। সেই ছবি শেয়ারও করেছিলেন টুইটারে।
অন্যদিকে দিন কয়েক আগেই করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন অমিতাভ। কিছু দিন আগে হয়েছে তাঁর ছানি অপারেশন। তবে তিনি ভাল আছেন। চিকিৎসা চলছে তাঁর।