বলিউডে এখন অন্যতম ব্যস্ত নায়িকা ইয়ামি গৌতম। পর পর ছবি করছেন তিনি। শুক্রবার থেকে আবার নতুন ছবির শুটিং শুরু করলেন তিনি। পরিচালক বেহজাদ খামবাটার নতুন থ্রিলার ‘আ থার্স ডে’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। সত্যিই ইয়ামি গৌতমের ‘বৃহস্পতি’তুঙ্গে।
‘আ থার্স ডে’-তে ইয়ামি গৌতম একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছেন। তিনি যথেষ্ট বুদ্ধিমতী। তাঁর চরিত্রের নাম নয়না জয়সওয়াল। তবে চরিত্রিটি মোটেই সাদামাটা নয়। এক ধূসর চরিত্রে অভনয় করছেন তিনি। এই প্রথম ইয়ামিকে গ্রে-চরিত্রে দেখা যাবে। ছবিতে ইয়ামি ছাড়াও অভিনয় করছেন নেহা ধুপিয়া, ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি এবং আরও অনেকে। ছবিটি প্রযোজনা করছে রনি স্ক্রুওয়ালা এবং ব্লু মাঙ্কি ফিল্মস। শুটিং শুরুর কথা প্রযোজনা সংস্থাই সকালে টুইট করে জানায়।
Breaking News: A series of unforgettable events are about to come your way, all that happened on #AThursday! #FridaysWithRSVP@YamiGautam @NehaDhupia #DimpleKapadia @atul_kulkarni #MayaSarao @behzu @RonnieScrewvala @prem_rajgo @bluemonkey_film #AshleyLobo pic.twitter.com/hOTNDw5WEj
— RSVP Movies (@RSVPMovies) March 12, 2021
আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনার’ দিয়ে ইয়ামির সিনেমা-জীবন শুরু। এরপর ‘বদলাপুর’, ‘উড়ি’, ‘কাবিল’, ‘বালা’-র মত ছবিতে তিনি অভিনয় করেছেন। এই মুহূর্তে ‘আ থার্স ডে’-র পাশাপাশি অভিষেক বচ্চনের সঙ্গে ‘দশভি’-রও শুটিং করছেন তিনি। ‘দশভি’ পরিচালক তুষার জলটার প্রথম ছবি। ‘দশভি’ কথার মানে দশম শ্রেণি। সমাজে শিক্ষার ভূমিকা নিয়ে ছবির গল্প এগিয়েছে। ছবিতে মুখ্যমন্ত্রী এস এস সি ফেল। অশিক্ষিত, দুনীর্তিগ্রস্থ মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিষেক। তাঁর চরিত্রের নাম ‘গঙ্গারাম চৌধুরি’। তবে ‘দশভি’ আর পাঁচটা পলিটিক্যাল ছবির থেকে একটু আলাদা। রাজনৈতিক কচকচি এই ছবিতে নেই। বরং আছে হাস্যরস।
আরও পড়ুন: চোখ অপারেশনের পর কাজে ফিরলেন অমিতাভ বচ্চন