পাঁচ-পাঁচটি ছবির রিলিজ ডেটের ঘোষণা! যশ রাজ ফিল্মসের ‘গোল্ডেন জুবিলি’ উপহার

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 17, 2021 | 10:11 PM

সিনেমাহল মালিকদের কথা ভেবেই এই সুবর্ণ জয়ন্তীতে প্রযোজনা সংস্থা ঠিক করেছে পাঁচটি ছবিই সিনেমাহলে রিলিজ করবে। অবশ্য শুধু ছবি রিলিজেই আটকে থাকছে না ৫০ বছর উদযাপন। থাকছে আরও চমক। তবে কী সেই চমক তা নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন সংস্থা। সেই চমকের খবর ক্রমশ প্রকাশ্য।

পাঁচ-পাঁচটি ছবির রিলিজ ডেটের ঘোষণা! যশ রাজ ফিল্মসের ‘গোল্ডেন জুবিলি’ উপহার
পাঁচটি ফিল্মের রিলিজ ডেট ঘোষণা যশ রাজ ফিল্মসের।

Follow Us

করোনা ভাইরাস গোটা একটা বছরকে থমকে দিয়েছে। সে বিনোদন জগত হোক বা আমাদের দৈনন্দিন জীবন। বহু মাস পরে কেন্দ্রীয় সরকার নির্দেশিকায় জানানো হল ১০০ শতাংশ দর্শক নিয়ে খোলা হবে সিনেমাহল, থিয়েটার, মাল্টিপ্লেক্স। জনজীবন আবার স্বাভাবিক ছন্দে আনার প্রচেষ্টা সরকারের। শুধু সরকার নয় দেশের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ও জুটেছে একই প্রচেষ্টায়। আবার সিনেমাহলের আসনসংখ্যা ভরাতে যশ রাজ ফিল্মস ঘোষণা করল আসন্ন পাঁচ ছবির মুক্তির তারিখ।

 

YRF’। ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’-এর মুহূর্তগুলো রূপোলী পর্দায় যেন আরও মায়াবী হয়ে উঠেছে গত পাঁচ দশকে।

 

বুধবার, প্রযোজনা সংস্থার নিজস্ব সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত হল ছবির নাম ও রিলিজের তারিখ। ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’, বান্টি অউর বাবলি-২, শমশেরা, জয়েশভাই জোরদার এবং পৃথ্বিরাজ ছবির রিলিজ ডেট এল প্রকাশ্যে।

এতগুলো মাস সিনেমাহল বন্ধ থাকায় বানিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়েছে বিনোদনজগত। আশা করা যায় এবার হয়তো আবার উঠে দাঁড়াবে সিনেমাপ্রেমী থেকে প্রযোজক-পরিচালক।

 

 

এ বছর ৫০-এ পা দিচ্ছে দেশের অন্যতম সেরা প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। স্বাভাবিক ভাবেই সাজো সাজো রব যশ রাজ পরিবারে। গোল্ডেন জুবিলি বলে কথা! একঝাঁক পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আদিত্য চোপড়া।

 

 

পরিচালক যশ চোপড়া ১৯৭০ সালে যশ রাজ ফিল্মস তৈরি করেছিলেন। যশ চোপড়া প্রথমে দাদা বি আর চোপড়ার সহ-পরিচালক হিসাবে কাজ করতেন। পরে বি আর চোপড়ার ব্যানারে পাঁচটি ছবি পরিচালনা করেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দাদার ছত্রছায়া থেকে বেরিয়ে এসে তিনি নিজেই খুলে ফেলেন প্রযোজনা সংস্থা। আর আজ এই যশ রাজ ফিল্মস ভারতীয় সিনেমার মহীরুহ। ছবি প্রযোজনা থেকে শুরু করে দেশে-বিদেশে ছবি ডিস্ট্রিবিউশন, পোস্ট প্রোডাকশন স্টুডিয়ো, মার্কেটিং–সিনেমার সব ঘাটে নোঙর ফেলেছে এই সংস্থা। দেশের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী,পরিচালকরা মুখিয়ে থাকেন এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে।

সিনেমাহল মালিকদের কথা ভেবেই এই সুবর্ণ জয়ন্তীতে প্রযোজনা সংস্থা ঠিক করেছে পাঁচটি ছবিই সিনেমাহলে রিলিজ করবে। অবশ্য শুধু ছবি রিলিজেই আটকে থাকছে না ৫০ বছর উদযাপন। থাকছে আরও চমক। তবে কী সেই চমক তা নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন সংস্থা। সেই চমকের খবর ক্রমশ প্রকাশ্য।

Next Article