শৌচালয়ের ভিতরে মহিলাকে ধর্ষণ! গ্রেফতার জনপ্রিয় অভিনেতা
নয়াদিল্লির সিভিলস লাইসেন্স থানায় আশিসের নামে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ ৷ বেশ কিছুদিন ধরেই পুলিশের নজরে নজরে ছিলেন তিনি। এরপর পুণে থেকে পুলিশ অভিনেতাকে গ্রেফতার করে।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা আশিস কাপুর। ইয়ে রিশতা ক্যায়া কহেলতা হ্যায়, সসুরাল সিমর কা ২ খ্যাত এই অভিনেতাকে পুণে থেকে গ্রেফতার করেছে পুলিশ। নয়াদিল্লির সিভিলস লাইসেন্স থানায় আশিসের নামে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ ৷ বেশ কিছুদিন ধরেই পুলিশের নজরে নজরে ছিলেন তিনি। এরপর পুণে থেকে পুলিশ অভিনেতাকে গ্রেফতার করে।
পুলিশের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, আগস্ট মাসে দিল্লিতে একটি হাইজ পার্টিতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে টেলিভিশন অভিনেতা আশিস কাপুরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের মতে, গোয়া হয়ে প্রথমে পুণেতে যাওয়ার পর কাপুরকে খুঁজে পাওয়া যায়।
View this post on Instagram
নির্যাতিতা জানিয়েছেন, সোশাল মিডিয়ার মাধ্যমে আশিসের সঙ্গে পরিচয় হয় তাঁর ৷ তারপর আশিস এক বন্ধুর বাড়িতে পার্টিতে আমন্ত্রণ জানান ৷ পার্টি চলাকালীন সেই বাড়ির বাথরুমেই নির্যাতন চালান অভিনেতা। চালান। ১১ আগস্ট অভিনেতা আশিস কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতা মহিলা। তদন্তকারীরা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে কাপুর এবং ওই মহিলা একসঙ্গে বাথরুমে গিয়েছিলেন ৷ বেশ কিছুক্ষণ তাঁদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। তখনই ওয়াশরুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান উপস্থিত অনেকে ৷
