Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Armaan Malik: ইউটিউবারের দুই স্ত্রী, একসঙ্গে দুইজনেই অন্তঃসত্ত্বা, ফাঁস হতেই শুরু ট্রোলিং

Armaan Malik: ইউটিউবার আরমান মালিককে চেনেন? এই মুহূর্তে তিনি ট্রেন্ডিং। তাঁর ব্যক্তিগত জীবন চর্চায়। হবে নাই বা কেন? একই সঙ্গে দুইজনকে বিয়ে করেছেন আরমান। তাঁর দুই স্ত্রীর নাম কৃতিকা ও পায়েল।

| Edited By: | Updated on: Dec 12, 2022 | 8:30 AM
ইউটিউবার আরমান মালিককে চেনেন? এই মুহূর্তে তিনি  ট্রেন্ডিং। তাঁর ব্যক্তিগত জীবন চর্চায়। হবে নাই বা কেন? একই সঙ্গে দুইজনকে  বিয়ে করেছেন আরমান। তাঁর দুই স্ত্রীর নাম কৃতিকা ও পায়েল।

ইউটিউবার আরমান মালিককে চেনেন? এই মুহূর্তে তিনি ট্রেন্ডিং। তাঁর ব্যক্তিগত জীবন চর্চায়। হবে নাই বা কেন? একই সঙ্গে দুইজনকে বিয়ে করেছেন আরমান। তাঁর দুই স্ত্রীর নাম কৃতিকা ও পায়েল।

1 / 5
চমকের কিন্তু এখানেই শেষ নয়। সম্প্রতি তিনি জানিয়েছেন তাঁর দুই স্ত্রী একই সঙ্গে অন্তসত্ত্বা। বেবিবাম্পের বেশ কিছু আদুরে ছবিও শেয়ার করেছেন তিনি।

চমকের কিন্তু এখানেই শেষ নয়। সম্প্রতি তিনি জানিয়েছেন তাঁর দুই স্ত্রী একই সঙ্গে অন্তসত্ত্বা। বেবিবাম্পের বেশ কিছু আদুরে ছবিও শেয়ার করেছেন তিনি।

2 / 5
কিন্তু গোটা ব্যাপারটা মোটেও ভালভাবে নেননি নেটিজেনরা। ট্রোলের সম্মুখীন হতে হয়েছে ওই ইউটিউবারকে। অনেকেই করেছেন তীব্র কটাক্ষ।

কিন্তু গোটা ব্যাপারটা মোটেও ভালভাবে নেননি নেটিজেনরা। ট্রোলের সম্মুখীন হতে হয়েছে ওই ইউটিউবারকে। অনেকেই করেছেন তীব্র কটাক্ষ।

3 / 5
অনেকের মতে আরমান নাকি ক্রিকেট টিম বানাবেন। অনেকেই আবার প্রশ্ন করেছেন একই সঙ্গে দুই স্ত্রী রাখা কি আদপে আইনগত সিদ্ধ? প্রসঙ্গত, ২০১১ সালে পায়েলের সঙ্গে বিয়ে করেন আরমান। তাঁদের এক সন্তানও রয়েছে।

অনেকের মতে আরমান নাকি ক্রিকেট টিম বানাবেন। অনেকেই আবার প্রশ্ন করেছেন একই সঙ্গে দুই স্ত্রী রাখা কি আদপে আইনগত সিদ্ধ? প্রসঙ্গত, ২০১১ সালে পায়েলের সঙ্গে বিয়ে করেন আরমান। তাঁদের এক সন্তানও রয়েছে।

4 / 5
২০১৮ সালে কৃতিকাকে বিয়ে করেন আরমান। কৃতিকা নাকি পায়েলের প্রিয় বান্ধবী ছিলেন। দুজনের সম্পর্কও বেশ ভাল। দুই স্ত্রীকে নিয়ে ভালই আছেন আরমান।

২০১৮ সালে কৃতিকাকে বিয়ে করেন আরমান। কৃতিকা নাকি পায়েলের প্রিয় বান্ধবী ছিলেন। দুজনের সম্পর্কও বেশ ভাল। দুই স্ত্রীকে নিয়ে ভালই আছেন আরমান।

5 / 5
Follow Us: