ছোট্ট ইউভান বাজিয়ে শোনাচ্ছে…, রাজপুত্রের ট্যালেন্ট দেখে মুগ্ধ নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 28, 2024 | 6:00 PM

Yuvaan: ইউভানের সমস্ত দায়িত্ব করছেন পালন। পাশাপাশি ইউভানের দিনভর রুটিনেও রাখছেন কড়া নজর। লেখাপড়ার পাশাপাশি ছোট্ট ইউভানকে তিনি শিখিয়েছেন শরীর চর্চাটা কতটা নিত্যদিনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ছোট্ট ইউভান বাজিয়ে শোনাচ্ছে..., রাজপুত্রের ট্যালেন্ট দেখে মুগ্ধ নেটপাড়া

Follow Us

ইউভান। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর প্রথম সন্তান ইউভান, সকলের চোখের সামনেই একপ্রকার বড় হয়ে উঠল। তাকে ছোট থেকেই দেখছেন দর্শকেরা। জন্মলগ্ন থেকেই তৈরি হয়ে গিয়েছিল তার ফ্যানপেজ। যদিও এই বিষয় কখনই খুব একটা রাখঢাক করতে দেখা যায়নি শুভশ্রীকে। ছোট থেকেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কখনও তার স্কুলে যাওয়ার ছবি, কখনও আবার প্রকাশ্যে এসেছে তার প্রথম গান, তার জন্মদিনের পার্টির ছবি প্রভৃতি। বলিউড সেলেব ট্রেন্ডের মতো, তিনি তাঁর সন্তানকে লুকিয়ে রাখার পরিকল্পনা কখনই করেননি। ফলে ইউভানের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সকলের সামনেই বেড়ে উঠছে সে। এখন অপেক্ষার কবে আসবে নতুন খেলার সঙ্গী। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। কাজের পাশাপাশ সামলাচ্ছেন দুই সন্তানকেই। করছেন শুটিং। ঘুম থেকে উঠে করছেন শরীরচর্চা। ইউভান ও ইয়ালিনির সমস্ত দায়িত্ব করছেন পালন। পাশাপাশি ইউভানের দিনভর রুটিনেও রাখছেন কড়া নজর। লেখাপড়ার পাশাপাশি ছোট্ট ইউভানকে তিনি শিখিয়েছেন শরীর চর্চাটা কতটা নিত্যদিনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

শুভশ্রীও মাঝে মধ্যেই ছোট ইউভানের নানা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। এবার যে ভিডিয়ো তিনি পোস্ট করলেন তা সকলের নজর কাড়ল পলকে। ছোট্ট ইউভান নিজে হাতে বাজাচ্ছে সারেগামাপা। যা দেখা মাত্রই মুগ্ধ নেটপাড়া। কখনও ইউভান গান করছে, কখনও আবার সারেগামা তুলছে, কাজের ফাঁকেও সন্তানকে যতটা সম্ভব সময় দিয়ে থাকেন টলিপাড়ার এই জুটি।

Next Article