Tabla maestro Zakir Hussain: ‘মামা গুরুতর অসুস্থ, আপনারা প্রার্থনা করুন’, বললেন জাকির হুসেনের ভাগ্নে

Tabla maestro Zakir Hussain: ভারত ও আন্তর্জাতিক একাধিক সিনেমায় অবদান রয়েছে কিংবদন্তি এই তবলা বাদকের। প্রায় ৪ দশক আগে পরিবার নিয়ে সান ফ্রান্সিসকো চলে যান তিনি। সেখানেই বসবাস শুরু করেন। ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ২০০২ সালে পান পদ্মভূষণ সম্মান। আর ২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

Tabla maestro Zakir Hussain: 'মামা গুরুতর অসুস্থ, আপনারা প্রার্থনা করুন', বললেন জাকির হুসেনের ভাগ্নে
গুরুতর অসুস্থ কিংবদন্তি তবলা বাদক জাকির হুসেন
Follow Us:
| Updated on: Dec 15, 2024 | 11:57 PM

সান ফ্রান্সিসকো: গুরুতর অসুস্থ কিংবদন্তি তবলা বাদক জাকির হুসেন। প্রায় এক সপ্তাহের বেশি আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। রবিবার তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা শোকপ্রকাশ করেন। এক্স হ্যান্ডলে পোস্ট করেন। তারপর কিংবদন্তি এই তবলা বাদকের ভাগ্নে আমির আউলিয়া লেখেন, “মামা জীবিত রয়েছেন। তবে তিনি গুরুতর অসুস্থ। বিশ্বজুড়ে তাঁর অনুরাগীদের কাছে অনুরোধ, তাঁর জন্য প্রার্থনা করুন।”

রক্তচাপজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন বছর তিয়াত্তরের কিংবদন্তি এই তবলা বাদক। সেখান থেকে তাঁর হৃদ ও ফুসফুসের সমস্যা দেখা দেয়। সেই সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। এদিন রাতে তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ে। পরে সবাইকে আশ্বস্ত করে তাঁর ভাগ্নে জানান, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন কিংবদন্তি এই তবলা বাদক।

তবলা বাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন। জন্ম ১৯৫১ সালের ৯ মার্চ। মুম্বইয়ে। সাত বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। বারো বছর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন। ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হুসেনের।

এই খবরটিও পড়ুন

ভারত ও আন্তর্জাতিক একাধিক সিনেমায় অবদান রয়েছে কিংবদন্তি এই তবলা বাদকের। প্রায় ৪ দশক আগে পরিবার নিয়ে সান ফ্রান্সিসকো চলে যান তিনি। সেখানেই বসবাস শুরু করেন। ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ২০০২ সালে পান পদ্মভূষণ সম্মান। আর ২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। তার মধ্যে ৪ বার এই অ্যাওয়ার্ড পান কিংবদন্তি এই তবলা বাদক।