Tabla maestro Zakir Hussain: গুরুতর অসুস্থ কিংবদন্তি তবলা বাদক জাকির হুসেন, ভর্তি ICU-তে
Tabla maestro Zakir Hussain: কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন। সাত বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। বারো বছর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন জাকির হুসেন।
সান ফ্রান্সিসকো: গুরুতর অসুস্থ কিংবদন্তি তবলা বাদক জাকির হুসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোতে একটি হাসপাতালে ICU-তে ভর্তি রয়েছেন তিনি। রক্তচাপজনিত সমস্যার জন্য সপ্তাহখানেক আগে ওই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে। বছর তিয়াত্তরের কিংবদন্তি তলবা বাদকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর বন্ধু ও পরিজনরা।
রবিবার বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া সংবাদসংস্থা পিটিআই-কে জানান, তাঁর বন্ধু জাকির হুসেনকে সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তচাপ জনিত সমস্যার ফলে হৃদ-সমস্যা ধরা পড়েছে কিংবদন্তি তবলা বাদকের।
বর্তমানে আমেরিকাতেই থাকেন জাকির হুসেন। বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া জানান, রক্তচাপ জনিত সমস্যা রয়েছে জাকির হুসেনের। তার জেরে হৃদ-সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিংবদন্তি তবলা বাদকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাকেশ চৌরাসিয়া।
এই খবরটিও পড়ুন
কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন। সাত বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। বারো বছর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন। ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হুসেনের।
ভারত ও আন্তর্জাতিক একাধিক সিনেমায় অবদান রয়েছে কিংবদন্তি এই তবলা বাদকের। প্রায় ৪ দশক আগে পরিবার নিয়ে সান ফ্রান্সিসকো চলে যান তিনি। সেখানেই বসবাস শুরু করেন। ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ২০০২ সালে পান পদ্মভূষণ সম্মান। আর ২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। তার মধ্যে ৪ বার এই অ্যাওয়ার্ড পান কিংবদন্তি এই তবলা বাদক।