Paschim Medinipur: দাপিয়ে বেড়াল দাঁতালের দল, আলুর ব্যাপক ক্ষতি
Paschim Medinipur: জানা যাচ্ছে, শনিবার রাত ১২টা নাগাদ একটি হাতির দল গড়বেতার আমশোল জঙ্গল থেকে ঢুকে পড়ে। এ দিকে মরশুমে এই সময় আলু চাষ হয়। সেই কারণে হাতির দলের পায়ে চাপে ফসল নষ্ট হয়েছে। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় হাতির দল। কলার বাগান থেকে কৃষি জমি তছনছ করল গোটা এলাকা হাতির দল।
গড়বেতা: শীতেও যেন শান্তি নেই। হাতির তাণ্ডবে লন্ডভন্ড গোটা এলাকা। হাতির তাণ্ডবে মাথায় হাত কৃষকদের ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা আলুর জমি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর,ঘোষকিরা,কেশেড়াল, নিত্যানন্দপুর এলাকায় চাষের জমিতে হাতির দল তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠছে।
জানা যাচ্ছে, শনিবার রাত ১২টা নাগাদ একটি হাতির দল গড়বেতার আমশোল জঙ্গল থেকে ঢুকে পড়ে। এ দিকে মরশুমে এই সময় আলু চাষ হয়। সেই কারণে হাতির দলের পায়ে চাপে ফসল নষ্ট হয়েছে। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় হাতির দল। কলার বাগান থেকে কৃষি জমি তছনছ করল গোটা এলাকা হাতির দল।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এত টাকা দিয়ে আলু বীজ কিনে লাগালাম। হাতি এসে সব মেরে দিয়ে চলে গিয়েছে। এভাবে চাষের ক্ষতি হলে কোথা থেকে টাকা পাব? শুধু আলু নয়, ধানেরও ক্ষতি করে চলে গিয়েছে।”