Shantanu Thakur: ‘জামাতের বুদ্ধিতে চলছে, না খেয়ে মরবে বাংলাদেশ’
Shantanu Thakur: "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে। সরকারের প্রচ্ছন্ন মদতে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে।" শান্তনু ঠাকুরের দাবি, "জামাতের বুদ্ধিতে চলছে বাংলাদেশ। ভারতীয় পণ্য না গেলে আগামী দিনে না খেয়ে মরবে তারা।"
বনগাঁ: সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে এর আগেই বাংলাদেশ ইস্যুতে সোচ্চার হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এবার বললেন, ‘বাংলাদেশ না খেয়ে মরবে।’ রবিবার চাঁদপাড়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শান্তনা ঠাকুর বাংলাদেশ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে। সরকারের প্রচ্ছন্ন মদতে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে।” শান্তনু ঠাকুরের দাবি, “জামাতের বুদ্ধিতে চলছে বাংলাদেশ। ভারতীয় পণ্য না গেলে আগামী দিনে না খেয়ে মরবে তারা।”
পেট্রোপোল, ঘোজাডাঙা সীমান্ত এক দিনের জন্য বন্ধ করে এই ডাকই দিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ভারতের ওপর কোন কোন ক্ষেত্রে নির্ভরশীল, সে তথ্য তুলে ধরে শুভেন্দু বলেছিলেন, “বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র ১১.২৫ বিলিয়ন। দশের পরে রয়েছেন আপনারা। আমাদের অর্থনীতি আপনাদের ওপর নির্ভর করে না। সব মিলিয়ে ৯৭টা জিনিসের ওপর নির্ভরশীল আপনারা।” আর সেই তথ্য দিয়েই বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার একই সুরে কথা বললেন শান্তনু ঠাকুরও।