Allahabad High Court: বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এলাহাবাদের হাইকোর্টের বিচারপতিকে তলব সুপ্রিম কোর্টের কোলেজিয়ামের
Allahabad High Court: সূত্রের খবর, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়ামের মুখোমুখি বৈঠকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি যাদবকে।
নয়া দিল্লি: সংখ্যালঘুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রমেশ কুমার যাদবকে তলব করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। ইতিমধ্যেই এলাহাবাদ হাইকোর্টের থেকে পুরো ঘটনার বিস্তারিত লিখিত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট।
সূত্রের খবর, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়ামের মুখোমুখি বৈঠকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি যাদবকে। সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিচারপতি যাদব বলেন, “ভারত সংখ্যাগুরুর ইচ্ছা অনুসারেই চলবে।” একইসঙ্গে মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেন তিনি।
এই ঘটনায় প্রধান বিচারপতির কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন সুপ্রিমকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কপিল সিব্বল। অভ্যন্তরীণ তদন্ত করে বিচারপতিকে ‘ইমপিচ’ করার দাবি তুলেছিল CJAR, ‘The Campaign for Judicial Accountability and Reforms’। সংসদেও বিচারপতির বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট মোশন’ জমা দিয়েছেন কপিল সিব্বল।
প্রবীণ আইনজীবীর বক্তব্য ছিল, “কলেজিয়াম এ রকম এক জনকে বিচারপতি হিসেবে নিয়োগ করল কী করে? ইনি যা বলেছেন, তা সংবিধানের প্রতি আঘাত, ইমপিচমেন্টযোগ্য অপরাধ।” আইনজীবীদের অনেকেই বলছেন, বিচারপতি যাদব আগেও বিতর্কিত পদক্ষেপ করেছেন।