টলিপাড়ায় বিরল, নিজের রেকর্ড নিজেই ভাঙতে এ কী করলেন সৃজিত
Srijit Mukherjee: এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তীসহ আরও অনেকে।
কয়েকদিন আগে পর্যন্ত বাংলা ছবির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছিল টলিপাড়ার একাংশ। ভাল ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অনুরোধ করেছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। ছবির ব্যবসা নেই, ফলে বাজেটে টান। একটি ছবি করতে যে কাস্ট, যে পরিকাঠামো প্রয়োজন, সেখানে স্বাভাবিকভাবেই পড়ছে টান। তাই ছবির মান নিয়ে উঠছে প্রশ্ন। আর সবটাই যেন সরলরেখায় একে অন্যের সঙ্গে জড়িয়ে। আর এই বাজারে দাঁড়িয়ে এক কিংবা দুই নয়, একেবারে ১২ অভিনেতাকে নিয়ে ছবি! ভাবতে গেলেও সাহস লাগে। একাধিক স্টার নিয়ে ছবি অতীতেও হয়েছে। কেবল টলিউড নয়, বলিউডেও যার ছাপ বর্তমান। তবে সংখ্যাটা নেহাতই হাতে গোনা মাত্র।
যেখানে এক একজন অভিনেতার কাঁধে বন্দুক রেখে ছবি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন কেউ কেউ, সেখানে দাঁড়িয়ে প্রথম সারির ১২ বাঘা বাঘা অভিনেতাকে একফ্রেমে এনে তাক লাগালেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যদিও এই স্টাইল তাঁর নতুন নয়। অতীতে রাজকাহিনী, জুলফিকর-এর মতো ছবিও তিনি এই একই ছাঁচে গড়েছেন।
চিত্রনাট্যে চরিত্রের ঘনঘটা নতুন নয়। তবে প্রতিটা চরিত্রের ক্ষেত্রেই যদি চাহিদা মতো প্রথম সারির অভিনেতাদের কাস্ট করতে হয়, তবে ছবির বাজেট নিঃসন্দেহে একলাফে অনেকটা বেড়ে যায়। পাশাপাশি বাড়তে থাকে আরও অনেক চ্যালেঞ্জ। প্রতিটা স্টারের একসঙ্গে তারিখ পাওয়া, প্রত্যেকের মধ্যে সুষ্ঠ সমীকরণ বজায় রেখে ছবির কাজ চালিয়ে যাওয়া, প্রত্যেকে স্ক্রিন টাইমের ওপর বিশেষ যত্নশীল হওয়া, প্রভৃতি। কারণ কোনও এক অভিনেতাকে বেশি আর অপর অভিনেতাকে কম গুরুত্ব দিলে, সেক্ষেত্রেও সমস্যা বর্তমান। তাই চরিত্রের গুরুত্ব অনুযায়ী প্রত্যেকের ছবিতে উপস্থিতি নিয়ে বিশেষ সচেতন হওয়া। কেউ যেন বাড়তি কিংবা দর্শক নজরে অপ্রয়োজনীয় না হয়ে ওঠেন, সেই বিষয়টাও মাথায় রেখে চলা। আর সেক্ষেত্রে যে সৃজিত বিশেষ নজর রেখেছিলেন, তার প্রমাণ মেলে ছবির ট্রেলারে। যেখানে থাকল ১২জন অভিনেতার ঠোঁটে ১২ চাঁচাছোলা সংলাপ। একে অন্যকে কথার প্যাঁচে করলেন কিস্তিমাত। আর এমনই সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করে এবার ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিকে বুনলেন সৃজিত মুখোপাধ্যায়।
যদিও একটা চ্যালেঞ্জ থেকে বর্তমানে খানিকটা স্বস্তি পরিচালক। ২০২৪-এর শেষে দর্শক বাংলা ছবির দিকে মুখ ফিপিয়েছেন। প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়, হাউসফুল বোর্ড, এ সবকিছুরই সাক্ষী থাকছে আরও একবার বাংলার বক্স অফিস। হিন্দি-দক্ষিণী ছবিকে টেক্কা দিয়ে এবার বাংলার জয়জয়কার। বছর ঘুরতে যে ছবি বিন্দুমাত্র পাল্টাল না। বরং দুই বড় ছবি মুক্তির দিকে তাকিয়ে রয়েছে বাংলার দর্শক। তারই মধ্যে এক সৃজিত মুখোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই। নিজেকেই এবার টেক্কা দিলেন সৃজিত। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তীসহ আরও অনেকে। যে সাহস বলিউড কিংবা দক্ষিণ ভারতের ১০০ থেকে ৫০০ কোটি বাজেটের ছবি এখনও দেখিয়ে উঠতে পারেনি। কখনও ওম শান্তি ওম ছবির গানে বিপুল কাস্ট, কখনও আবার ছবির বিশেষ কোনও সিক্যুয়েলে স্টারদের প্রাসঙ্গিক উপস্থিতি নজরে এলেও, ছবির গল্পে আস্টেপৃষ্টে জড়িয়ে থাকতে দেখা যায়নি ১২ মূলধারার অভিনেতাকে। যার ফলে সত্যি বলে সত্যি কিছু নেই নিঃসন্দেহে সাহসিকতার নিদর্শন।