Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Amendment Bill: আইনে পরিণত হলেই কি ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হবে?

Waqf Property: এখনও পর্যন্ত ওয়াকফ বোর্ডের হাতে ৮.৭২ লক্ষ রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি রয়েছে। দেশজুড়ে মোট ৩৮ লক্ষ একর জমি ছড়িয়ে রয়েছে ওয়াকফের।

Waqf Amendment Bill: আইনে পরিণত হলেই কি ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হবে?
ফাইল চিত্র।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 04, 2025 | 1:59 PM

নয়া দিল্লি: লোকসভা-রাজ্যসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতি সই করলেই ওয়াকফ সংশোধনী বিল সিলমোহর পড়ে যাবে। আইনে আসবে বড় পরিবর্তন। ওয়াকফ আইনে সবথেকে বড় পরিবর্তনই হল, এবার থেকে ওয়াকফ বোর্ড চাইলেই কোনও সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না। এই ওয়াকফ আইন নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে অনেকের। বহু মানুষের প্রশ্ন, তবে পুরনো ওয়াকফ সম্পত্তিগুলির কী হবে? এই সম্পত্তি কি কেড়ে নেবে সরকার?

উত্তরটা হল, ওয়াকফ আইনে পুরনো সম্পত্তি কেড়ে নেওয়ার কোনও বিধান দেওয়া হয়নি। ওয়াকফ বোর্ড পরিচালনা ও ওয়াকফ সম্পত্তি ম্যানেজমেন্টের জন্যই ওয়াকফ আইনে সংশোধন করছে সরকার। তবে যদি কোনও সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করা হয়ে থাকলে, তা মানা হবে না।

এখনও পর্যন্ত ওয়াকফ বোর্ডের হাতে ৮.৭২ লক্ষ রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি রয়েছে। দেশজুড়ে মোট ৩৮ লক্ষ একর জমি ছড়িয়ে রয়েছে ওয়াকফের। সব মিলিয়ে কম করেও দেড় লক্ষ কোটি টাকার সম্পদ। এর উপরে এতদিন কেন্দ্র বা রাজ্য সরকারের   কোনও নিয়ন্ত্রণ ছিল না। এবার থেকে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের কাজে অংশীদার হবে সরকারও।

সংশোধনী বিলে বলা হয়েছে, ওয়াকফ আইন লাগু হওয়ার আগে পর্যন্ত যত ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হবে বা হয়েছে, তার সব নথি একটি নির্দিষ্ট পোর্টালে জমা করতে হবে। জমির মালিক ছাড়া কেউ ওয়াকফ হিসেবে কোনও সম্পত্তি নথিভুক্ত করতে পারবেন না।

ওয়াকফকে জমি দান করার ক্ষেত্রেও বিধান আনা হচ্ছে। ওয়াকফের হাতে জমি বা সম্পত্তি তুলে দেওয়ার জন্য ওই ব্যক্তিকে কমপক্ষে ৫ বছর ইসলাম ধর্মাচরণ করতে হবে।