Zeenat Aman: বেডরুমে অঘটন, মৃত্যুর মুখ থেকে ফিরলেন জিনত আমন, রাতে শোয়ার আগে ঠিক কী ঘটেছিল?

আকাশ মিশ্র |

Jan 22, 2025 | 1:31 PM

বাড়িতে ছিল না কেউ। একা একাই লড়ছিলেন জিনত। একটা ছোট্ট জিনিস যে এভাবে বিপদে ফেলতে পারে তা ভাবতেও পারেননি অভিনেত্রী। জিনতের কাছে সোমবার রাতের ঘটনা, তাঁকে নতুন জন্ম দিয়েছে।

Zeenat Aman: বেডরুমে অঘটন, মৃত্যুর মুখ থেকে ফিরলেন জিনত আমন, রাতে শোয়ার আগে ঠিক কী ঘটেছিল?

Follow Us

ভাবতেই পারেননি এমনটা হবে। রোজই তো এমনটাই করেন। কিন্তু হুট করে যে এভাবে গণ্ডগোল হয়ে যাবে তা মনের এক কোণাতেও আসেনি। কিন্তু যা ঘটল, তা চোখের সামনে নিয়ে আসল মৃত্যুর কালো অন্ধকারকে। হ্যাঁ, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জিনত আমন, পুরো ঘটনাটিকে ঠিক এভাবে বর্ণনা করছেন। জিনতের কাছে সোমবার রাতের ঘটনা, তাঁকে নতুন জন্ম দিয়েছে।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটা লম্বা পোস্ট দিয়েছেন জিনত আমন। সেখানেই লিখেছেন সোমবার রাতের তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। জিনত লিখলেন, একটি কাজের শুট সেরে একটু রাতের দিকেই বাড়িতে ফিরেছিলাম। আমার প্রিয় পোষ্যর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বেডরুমে ঢুকলাম। রোজই রাতে শোয়ার আগে আমাকে ব্লাড প্রেসারের ওষুধ খেতে হয়। সেদিন রাতেও সেটা করি। কিন্তু হঠাৎই গলার মধ্যে ওষুধ আটকে যায়। দমবন্ধ হয়ে আসে। চোখে ঝাপসা দেখতে শুরু করি। মাথা ঘোরাচ্ছিল। অস্বস্তি হচ্ছিল। অনেক কষ্টে জল খেলাম, তবুও ওষুধ আটকেই ছিল। বুঝতে পারছিলাম না কী করব। দম বন্ধ হয়ে আসছিল।

জিনত আরও লেখেন, ডাক্তারকে ফোন করার চেষ্টা করলাম। কিন্তু পায়নি। তারপর ছেলে জাহানকে ফোন করতে সে দ্রুত চলে আসে বাড়িতে। তবে ততক্ষণে কিছুটা আরাম পেয়েছিলাম। আমি ক্রমাগত উষ্ণজল পান করছিলাম। সত্যি মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম।

এই খবরটিও পড়ুন

বহুদিনই সিনেমার পর্দা থেকে দূরে আছেন জিনত। তবে টুকটাক বিজ্ঞাপন, রিয়ালিটি শোয়ে কাজ করছেন। একসময়কার বলিউডের সুন্দরী অভিনেত্রী ৭৯ বয়সেও নিজেকে ধরে রেখেছেন ম্যাজিকে। ইনস্টাগ্রামে নিয়মিত ছবিও আপলোড করেন। নতুন প্রজন্মের চোখ টেনে নেন ফটোশুটে। সেই জিনতের এমন অভিজ্ঞতার কথা জানতে পেরে দুশ্চিন্তায় অনুরাগীরা।

Next Article