অসুস্থ মোনালি, মধ্যরাতে ভর্তি করা হয় হাসপাতালে, কেমন আছেন গায়িকা?
Monali Thakur: গায়িকা গত কয়েকদিন ধরে ঠান্ডা লাগা ও জ্বরে ভুগছিলেন, গলা ভেঙে গিয়েছিল। শো-এর চাপের কারণে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি, তার জন্যেও অসুস্থ হয়ে পড়তে পারেন।
দিনহাটা উৎসবে পারফর্ম করতে এসে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। মঙ্গলবার ২১ জানুয়ারি, দিনহাটার সংস্কৃতি ময়দানে কনসার্টের সময় আচমকাই শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। অসুস্থ হয়ে পড়লে শো বন্ধ করে তাঁকে দ্রুত কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মোনালির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। তবে তাঁর দিদি জানিয়েছেন, গায়িকা গত কয়েকদিন ধরে ঠান্ডা লাগা ও জ্বরে ভুগছিলেন, গলা ভেঙে গিয়েছিল। শো-এর চাপের কারণে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি, তার জন্যেও অসুস্থ হয়ে পড়তে পারেন।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা কমল গুহর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল এই কনসার্ট। পারফর্মেন্সের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তবে স্টেজ ছাড়ার সময় তাঁর অসুস্থতার ঘটনা শ্রোতাদের মনে উদ্বেগ ছড়িয়েছে।
শোনা যায় মধ্যরাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি খানিক সুস্থ বোধ করলে ভোরের দিকে তাঁকে ছেড়েও দেওয়া হয় সেখান থেকে। বর্তমানে তাঁপ শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। তবে সম্প্রতিতে যে কনসার্ট বা অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে তিনি পারফর্ম করতে পারবেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয় এখনও পর্যন্ত তিনি কোনও মন্তব্যই করেননি।
ফলে উদ্বেগ কাটলেও তাঁর আগামী কনসার্ট নিয়ে প্রশ্ন এখনও বর্তমান। তবে এই সিজনে অনেকেই বেশ অসুস্থ। এরই মধ্যে ভাইরাল হয়েছে অপর গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় একইভাবে অসুস্থ শরীর নিয়ে পারফর্ম করেছিলেন। বাড়ি থেকে একটি ভিডিয়ো করে জানিয়েছিলেন তাঁর জ্বর ও অসুস্থতার কথাও।