AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোভিড টিকা গ্রহণের পর বাড়ছে পিরিয়ডসের সমস্যা, মহিলাদের পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা

একে করোনায় রক্ষে নেই, তার মধ্যে প্রকোপ বাড়ছে মিউকরমাইকোসিস, হোয়াইট ফাঙ্গাস সংক্রমণের। ইতোমধ্যে সারাদেশজুড়েই ভ্যাকসিন কর্মসূচি চালু রয়েছে। করোনার প্রভাবে ইতোমধ্যেই বেসামাল দেশ।

কোভিড টিকা গ্রহণের পর বাড়ছে পিরিয়ডসের সমস্যা, মহিলাদের পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা
বাড়ছে পিরিয়ডসের সমস্যা
| Updated on: May 22, 2021 | 11:46 PM
Share

করোনাভাইরাসের মারাত্মক মিউট্যান্টের জেরে ভ্যাকসিন নেওয়ার পরও বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যাঁদের মধ্যে মহিলাদের সমস্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। ভ্যাকসিন প্রক্রিয়া চলাকালীন প্রশ্ন উঠেছিল, টিকা নেওয়ার সময় ঋতুকালীন অবস্থায় মহিলারা নিতে পারবেন কিনা? সে প্রশ্ন এখন অতীত। সম্প্রতি দেখা গিয়েছে, টিকা নেওয়ার মহিলাদের পিরিয়ডসের সময় নানান সমস্যা দেখা দিচ্ছে। অতিরিক্ত ব্লিডিং, ব্লাড ক্লট হওয়ার প্রবণতা বাড়তে শুরু করেছে।

মাথাব্যাথা, গাঁটে গাঁটে ব্যথা, পেশিতে ব্যথার মতো মহিলাদের মধ্যে দেখা গিয়েছে বেশ কিছু জটিল পার্শ্বপ্রতিক্রিয়া। সম্প্রতি, ইউনিভার্সিটিঅফ ইনিয়নিস অ্যান্থ্রোপলোজিস্ট কেট ক্লান্সির গবেষকরা সমীক্ষা চালিয়েছে দেখেছেন, কোভিড ভ্যাকসিন নেওয়ার পর মহিলাদের পিরিয়ডসের উপর সাংঘাতিক প্রভাব পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত ও অতিরিক্ত ঋতুস্রাব চিকিত্‍সার মাধ্যমে নিয়ন্ত্রণে না আনলে আসন্ন দিনগুলিতে সমূহ বিপদ তৈরি হতে পারে। সম্প্রতি গবেষণা যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে উল্লেখ রয়েছে মোট ৪৮২ জন মহিলার মধ্যে পরীক্ষা চালানো হয়েছে,। প্রত্যেক মহিলাই কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন। তাঁদের মধ্যে ২০০জনেরই পিরিয়ডসের সমস্যার মতো নানান পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন: রোজ গরম জলে স্নান করলে এড়ানো যাবে করোনার সংক্রমণ! কতটা যুক্তিসম্মত?

সমীক্ষায় দেখা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর মহিলাদের অনিয়মিত না হলেও পিরিয়ডসের সময় অতিরিক্ত ব্লিডিং হতে শুরু করেছে। পাল্লা দিয়ে বেড়েছে পেটে ব্যথাও। এমনকি ফ্লো বেশি হওয়ার পাশাপাশি ব্লাড ক্লটের সংখ্যাও বেড়ে গিয়েছে। মহিলাদের এমন সমস্যার জন্য যে ভ্যাকসিনই দায়ী, একথা মানতে নারাজ চিকিত্‍সকবিজ্ঞানীদের একাংশ। অন্যদিকে গবেষকরা জানিয়েছেন, জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের কারণে পিরিয়ডসের সময় রক্তের মধ্যে জমাট বাঁধার সমস্যা তৈরি হয়েছে। এছাড়া ভ্যাকসিন নেওয়ার পর অনেক মহিলার অ্যালার্জির মতো র‍্যাশের সমস্যায় ভুগছেন।

আরও পড়ুন: Coronavirus: হাতের বড় নখের থেকেও কি করোনার আশঙ্কা রয়েছে?

বিশেষজ্ঞদের কথায়, ভ্যাকসিন গ্রহণের পর মহিলাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ সক্রিয় হয়ে ওঠে। মহিলাদের পার্শ্ব প্রতিক্রিয়াগুলিও পুষদের তুলনায় বেশি দেখা দিতে পারে। এমনকি দেখা গিয়েছে, পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার অ্যান্টিবডি বেশি করে তৈরি হয়ে গিয়েছে।