e West Bengal IPS Reshuffle: নেপথ্যে বেলডাঙা? বদলে গেল মুর্শিদাবাদের এসপি! বদলি হল আরও ২২-এর - Bengali News | Beldanga violence fallout murshidabad sp removed 22 ips officers transferred - TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal IPS Reshuffle: নেপথ্যে বেলডাঙা? বদলে গেল মুর্শিদাবাদের এসপি! বদলি হল আরও ২২-এর

West Bengal Police: অন্যদিকে বনগাঁর এসপি দীনেশ কুমারকে ডিসি (উত্তর) করা হয়েছে। ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতাকে নিয়ে যাওয়া হল বনগাঁ এসপি করে। তাঁর জায়গায় আনা হয়েছে চারু শর্মাকে। ডিসি (পূর্ব) করা হয়েছে জসপ্রীত সিংকে। আইপিএস অমিত বর্মাকে দেওয়া হয়েছে ডিসি (পূর্ব শহরতলি) দায়িত্ব।

West Bengal IPS Reshuffle: নেপথ্যে বেলডাঙা? বদলে গেল মুর্শিদাবাদের এসপি! বদলি হল আরও ২২-এর
মুর্শিদাবাদের প্রাক্তন পুলিশ সুপার কুমার সানি রাজImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jan 31, 2026 | 9:33 PM
Share

মুর্শিদাবাদ: শুক্রবার বেলডাঙা অশান্তির ঘটনায় তদন্তভার পেল জাতীয় নিরাপত্তা সংস্থা। শনিবার বদলে গেল সেই বেলডাঙার তদন্ত করা মুর্শিদাবাদের পুলিশ সুপার। পুলিশের কর্তা স্তরে রদবদলের পর এবার একযোগে শহর তথা গোটা রাজ্যের বিভিন্ন পদে কর্মরত ২২ জনের আইপিএস পদমর্যাদার অফিসারদের বদলির নির্দেশ জারি করল নবান্ন। তার মধ্যেই উল্লেখযোগ্য নাম মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আইপিএস অফিসার কুমার সানি রাজকে সরিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার পদের দায়িত্ব দেওয়া হয়েছে ধৃতিমান সরকারকে। কুমার সানি রাজকে পাঠানো হয়েছে এসএসআইবি-তে। অতীতে ধৃতিমান ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলারও দায়িত্ব সামলেছেন। শুধু মুর্শিদাবাদ নয়, বদলির নির্দেশ জারি হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদেও। যুবভারতী কাণ্ডের পর সাসপেন্ড করা হয়েছিল তৎকালীন ডিসি অনীশ সরকারকে। এবার তাঁর জায়গায় দায়িত্ব পেলেন পুষ্পা।

অন্যদিকে বনগাঁর এসপি দীনেশ কুমারকে ডিসি (উত্তর) করা হয়েছে। ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতাকে নিয়ে যাওয়া হল বনগাঁ এসপি করে। তাঁর জায়গায় আনা হয়েছে চারু শর্মাকে। ডিসি (পূর্ব) করা হয়েছে জসপ্রীত সিংকে। আইপিএস অমিত বর্মাকে দেওয়া হয়েছে ডিসি (পূর্ব শহরতলি) দায়িত্ব। ডিসি (দক্ষিণ) দেওয়া হয়েছে দীপক সরকারের দায়িত্বে।

এছাড়াও, বারাসতের এসপি পদে থাকা প্রতীক্ষা ঝারখরিয়াকে দেওয়া হয়েছে দার্জিলিং পুলিশ সুপারের দায়িত্ব। অমিত পি জাভালগিকে বদলি করে পাঠানো হল আইজি বারাসত রেঞ্জে। অলোক রাজোরিয়া পেয়েছেন ডিআইজি বর্ধমানের দায়িত্ব। মুর্শিদাবাদের প্রাক্তন এসপির মতো আরিশ বিলাল এসএসআইব-তে পাঠানো হয়েছে। প্রদীপ কুমার যাদবকে পাঠানো হয়েছে এসএসআইবি, নর্থ বেঙ্গল হেড কোয়ার্টারে।