Health Care Tips: ওজন কমাতে ওষুধ খাচ্ছেন? অজান্তেই অন্য বিপদ ডেকে আনছেন না তো!
Weight Loss Drug: যোগাসন, এক্সারসাইজ, বিভিন্ন রকম ফিটনেস ট্রেনিংয়ে ওজন কমানোর চেষ্টা করেন। আবার অনেকে বেছে নেন 'শর্টকাট' পদ্ধতিও। ওজন কমানোর জন্য ওষুধ খান। বিশেষজ্ঞদের মতে, এই ওষুধে ওজন হয়তো কমবে পাশাপাশি অন্য দিক থেকে বড় ক্ষতিও হতে পারে!
প্রত্যেকের শরীরের গঠন এক হয় না। কারও চেহারা বংশানুক্রমে ভারী হয়, আবার কেউ রোগা হন। অনেক সময় কোনও অসুস্থতার জন্যও শরীরে ব্যাপক বদল আসতে পারে। ওজন বৃদ্ধি পছন্দ করেন না অনেকেই। একটা সময় অবধি এসব নিয়ে খুব বেশি ভাবা না হলেও এখন ফিটনেস নিয়ে সচেতনতা অনেক। কেউ বা প্রাকৃতিক নিয়মে যোগাসন, এক্সারসাইজ, বিভিন্ন রকম ফিটনেস ট্রেনিংয়ে ওজন কমানোর চেষ্টা করেন। আবার অনেকে বেছে নেন ‘শর্টকাট’ পদ্ধতিও। ওজন কমানোর জন্য ওষুধ খান। বিশেষজ্ঞদের মতে, এই ওষুধে ওজন হয়তো কমবে পাশাপাশি অন্য দিক থেকে বড় ক্ষতিও হতে পারে!
লিভারপুল ইউনিভার্সিটির একটি গবেষণা কিন্তু বিপদ সঙ্কেতই দিচ্ছে। ওজন কমানোর ওষুধ খেলে হাড় এবং পেশীতে প্রভাব পড়ে, গবেষণাতে এমনটাই উঠে এসেছে। লিভারপুল ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী, ওজন কমানোর ওষুধে ২০ শতাংশের মতো কাজ হয়। কিন্তু এর মধ্যে তিন ভাগ ওজন কমে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট মাসের কারণে। এর ফলে মাংসপেশী এবং হাড়ে বড় রকমের ক্ষতি হয়।
এই খবরটিও পড়ুন
শরীরের ভিতই হল হাড় এবং মাংসপেশী। মেদ ঝরাতে গিয়ে এর ক্ষতি হলে যে বড় সমস্যা, এ আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, এর ফলে যাদের লো ব্লাড সুগার লেভেল রয়েছে, টাইপ টু ডায়াবেটিস এমন সমস্য়া হতে পারে। এমনকি অন্ধত্ব, স্নায়ুতন্ত্রের সমস্যায় হতে পারে। হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ওষুধ দিয়ে মেদ ঝরাতে গিয়ে যে মাসল লসও হচ্ছে এবং শরীরের সার্বিক স্বাস্থ্যে বড় ক্ষতি হয়, গবেষণায় এমনটা জানা গিয়েছে।