IND vs WI 2nd ODI: হরলীনের প্রথম সেঞ্চুরি, তিতাসের দাপট; হাসতে হাসতে সিরিজ জয় স্মৃতিদের
India Women's Cricket: ঘরের মাঠে আরও একটি সিরিজ এবং জয়। নতুন বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। টানা দ্বিতীয় জয়ে সিরিজও নিশ্চিত করল ভারত। বিশ্বকাপের মহড়ায় যা দুর্দান্ত। কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি হরলীন দেওলের। তেমনই নজর কাড়লেন অন্য ব্যাটাররাও। টানা দু-ম্যাচেই বিশাল স্কোর এবং জয়। বোলিংয়ে মিলিত পারফরম্যান্সে নজর কাড়লেন বাংলার পেসার তিতাস সাধু।
Most Read Stories