IND vs WI 2nd ODI: হরলীনের প্রথম সেঞ্চুরি, তিতাসের দাপট; হাসতে হাসতে সিরিজ জয় স্মৃতিদের

India Women's Cricket: ঘরের মাঠে আরও একটি সিরিজ এবং জয়। নতুন বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। টানা দ্বিতীয় জয়ে সিরিজও নিশ্চিত করল ভারত। বিশ্বকাপের মহড়ায় যা দুর্দান্ত। কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি হরলীন দেওলের। তেমনই নজর কাড়লেন অন্য ব্যাটাররাও। টানা দু-ম্যাচেই বিশাল স্কোর এবং জয়। বোলিংয়ে মিলিত পারফরম্যান্সে নজর কাড়লেন বাংলার পেসার তিতাস সাধু।

| Updated on: Dec 24, 2024 | 9:54 PM
ঘরের মাঠে আরও একটি সিরিজ এবং জয়। নতুন বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। টানা দ্বিতীয় জয়ে সিরিজও নিশ্চিত করল ভারত। ছবি- BCCI

ঘরের মাঠে আরও একটি সিরিজ এবং জয়। নতুন বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। টানা দ্বিতীয় জয়ে সিরিজও নিশ্চিত করল ভারত। ছবি- BCCI

1 / 8
বিশ্বকাপের মহড়ায় যা দুর্দান্ত। কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি হরলীন দেওলের। তেমনই নজর কাড়লেন অন্য ব্যাটাররাও। টানা দু-ম্যাচেই বিশাল স্কোর এবং জয়। বোলিংয়ে মিলিত পারফরম্যান্সে নজর কাড়লেন বাংলার পেসার তিতাস সাধু। ছবি- BCCI

বিশ্বকাপের মহড়ায় যা দুর্দান্ত। কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি হরলীন দেওলের। তেমনই নজর কাড়লেন অন্য ব্যাটাররাও। টানা দু-ম্যাচেই বিশাল স্কোর এবং জয়। বোলিংয়ে মিলিত পারফরম্যান্সে নজর কাড়লেন বাংলার পেসার তিতাস সাধু। ছবি- BCCI

2 / 8
টস জিতে ব্যাটিং নেয় ভারত। দুই ওপেনার স্মৃতি এবং প্রতীকা হাফসেঞ্চুরি করেন। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই হাফসেঞ্চুরি প্রতীকার। ছবি- BCCI

টস জিতে ব্যাটিং নেয় ভারত। দুই ওপেনার স্মৃতি এবং প্রতীকা হাফসেঞ্চুরি করেন। কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই হাফসেঞ্চুরি প্রতীকার। ছবি- BCCI

3 / 8
ভারতীয় ইনিংসে বড় প্রাপ্তি তিনে নামা হরলীন দেওলের পারফরম্যান্স। কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি। মাত্র ১০৩ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস হরলীনের। ছবি- BCCI

ভারতীয় ইনিংসে বড় প্রাপ্তি তিনে নামা হরলীন দেওলের পারফরম্যান্স। কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি। মাত্র ১০৩ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস হরলীনের। ছবি- BCCI

4 / 8
হাফসেঞ্চুরি করেন জেমাইমা রডরিগজও। হরমনপ্রীত অবশ্য বড় রান পাননি। শেষ দিকে ৬ বলে ১৩ রানের ক্যামিও রিচা ঘোষের। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান তোলে ভারত। ছবি- BCCI

হাফসেঞ্চুরি করেন জেমাইমা রডরিগজও। হরমনপ্রীত অবশ্য বড় রান পাননি। শেষ দিকে ৬ বলে ১৩ রানের ক্যামিও রিচা ঘোষের। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান তোলে ভারত। ছবি- BCCI

5 / 8
ভারতের বিরুদ্ধে আট বোলার ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজ। তাতেও অবশ্য ভারতের পাওয়ার হিটিং আটকানো যায়নি। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ শিবিরে কার্যত একলা লড়াই ক্যাপ্টেন হেইলি ম্যাথিউসের। তিনি সেঞ্চুরি করেন। টিমে দ্বিতীয় সর্বাধিক রান ক্যাম্পবেলের ৩৮।  ছবি- BCCI

ভারতের বিরুদ্ধে আট বোলার ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজ। তাতেও অবশ্য ভারতের পাওয়ার হিটিং আটকানো যায়নি। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ শিবিরে কার্যত একলা লড়াই ক্যাপ্টেন হেইলি ম্যাথিউসের। তিনি সেঞ্চুরি করেন। টিমে দ্বিতীয় সর্বাধিক রান ক্যাম্পবেলের ৩৮। ছবি- BCCI

6 / 8
পেসার রেনুকা সিং এবং অফস্পিনার দীপ্তি শর্মা ভারতের হয়ে বোলিং ওপেন করেন। প্রথম পরিবর্ত বোলার তিতাস সাধু। নজর কাড়েন বাংলার পেসার। সব মিলিয়ে ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট তিতাসের। ছবি- BCCI

পেসার রেনুকা সিং এবং অফস্পিনার দীপ্তি শর্মা ভারতের হয়ে বোলিং ওপেন করেন। প্রথম পরিবর্ত বোলার তিতাস সাধু। নজর কাড়েন বাংলার পেসার। সব মিলিয়ে ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট তিতাসের। ছবি- BCCI

7 / 8
স্পিনার প্রিয়া মিশ্র এবং ব্যাট হাতে নজর কাড়ার পর বোলিংয়েও দাপট প্রতীকা রাওয়ালের। প্রিয়া ৩টি এবং প্রতীকা ২ উইকেট নেন। শেষ অবধি ৪৬.২ ওভারে ২৪৩ রানেই ওয়েস্ট ইন্ডিজ। ১১৫ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। ছবি- BCCI

স্পিনার প্রিয়া মিশ্র এবং ব্যাট হাতে নজর কাড়ার পর বোলিংয়েও দাপট প্রতীকা রাওয়ালের। প্রিয়া ৩টি এবং প্রতীকা ২ উইকেট নেন। শেষ অবধি ৪৬.২ ওভারে ২৪৩ রানেই ওয়েস্ট ইন্ডিজ। ১১৫ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। ছবি- BCCI

8 / 8
Follow Us: