Shustho Chandannagar: সুস্থ থাকতে কী করবেন? আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ‘সুস্থ চন্দননগর’ শিবির
Shustho Chandannagar: এই বিশেষ শিবিরে প্রাথমিকভাবে স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানো হবে। বিনামূল্যে চেক আপ, ডায়েট টিপস ও স্বাস্থ্য সম্পর্কে আলোচনা হবে। এই শিবিরের উদ্যোক্তারা জানিয়েছেন, এর ফলে চন্দননগরের মানুষ সুস্থ জীবনযাপনে আরও সচেতন হবেন।

চন্দননগর: সুস্থ থাকতে সবাই চান। কিন্তু, সুস্থ থাকার জন্য কী কী নিয়ম মেনে চলতে হয়, কীভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, অনেকের কাছেই তা অজানা। এই আবহে চন্দননগরের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ও আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ করল কলকাতার একটি নামী কিডনি কেয়ার সংস্থা নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড। এই সংস্থার উদ্যোগে শনিবার মানকুন্ডুতে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজের অডিটোরিয়ামে ‘সুস্থ চন্দননগর’ নামে এক শিবিরের উদ্বোধন হল।
এই বিশেষ শিবিরে প্রাথমিকভাবে স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানো হবে। বিনামূল্যে চেক আপ, ডায়েট টিপস ও স্বাস্থ্য সম্পর্কে আলোচনা হবে। এই শিবিরের উদ্যোক্তারা জানিয়েছেন, এর ফলে চন্দননগরের মানুষ সুস্থ জীবনযাপনে আরও সচেতন হবেন।
কী কী হবে এই শিবিরে?
- রক্তচাপ, সুগার, অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা করা হবে। ওজন মাপা হবে।
- ডায়েবিটিস, হাইপারটেনশন এবং কিডনি সংক্রান্ত সমস্যা রোধে বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন।
- ডায়েটিশিয়ানরা কার্যকরী টিপস দেবেন।
- পুষ্টিকর খাবার ও পানীয় বিতরণ করা হবে।
শনিবার এই শিবিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং চিকিৎসক। ছিলেন চন্দননগর পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তী ও ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী। বিখ্যাত নেফ্রোলজিস্ট তথা কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ চিকিৎসক প্রতীম সেনগুপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি এই উদ্যোগের চিফ কনসালটেন্টও।
চিকিৎসক প্রতীম সেনগুপ্ত বলেন, “বর্তমান চিকিৎসাব্যবস্থায় শুধুমাত্র একটি অঙ্গের সমস্যার চিকিৎসায় জোর দেওয়া হয় না। পুরো দেহের সুস্থতায় নজর দেওয়া হয়। আমাদের সংস্থার লক্ষ্যও তাই।”
এই শিবিরের অংশ হিসেবে ‘মুক্তি’ নামে একটি কর্মসূচিও করছে এই সংস্থা। চিকিৎসক সেনগুপ্ত বলেন, “মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে উন্নতির লক্ষ্যেই ‘মুক্তি’ কর্মসূচি।” অনুষ্ঠানে উপস্থিত চন্দননগর পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তী জানান, এলাকার সমস্ত নাগরিকের কাছে এই শিবিরের সুবিধা পৌঁছে দিতে সাহায্য করবেন তাঁরা।
সংস্থার বক্তব্য, ‘সুস্থ চন্দননগর’ শুধুমাত্র একটা শিবির নয়। সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করতে এই শহরকে মডেল হিসেবে তুলে ধরার একটা আন্দোলন। চন্দননগর শহরজুড়ে গাছ লাগানোর কর্মসূচিও নিয়েছে নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড।

