covid vaccine booster dose: শিশুদের টিকাকরণ থেকে স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ়, ভারতে কোভিড টিকার নতুন কর্মসূচী সম্পর্কে জানুন বিশদে
COVID-19 Treatment: ওমিক্রনের চোখ রাঙানিতেই তড়িঘড়ি যাবতীয় ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যে কারণে জানুয়ারি থেকেই স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে বুস্টার ডোজ। টিকার অনুমোদন দেওয়া হয়েছে বাচ্চাদেরও
বিশ্বজুড়েই বেড়ে চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কোভিডে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫। এমন উদ্বেগজনক পরিস্থিতে কোভিড টিকাকরণ নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেখানেই তিনি ওমিক্রন সংক্রমণ থেকে সতর্ক থাকতে অনুরোধ করেন সকলকে। বর্তমানে ইউরোপের ত্রাস ওমিক্রন, অচিরেই যে তার আঁচ পড়তে চলেছে এদেশে সে বিষয়েই সচেতন থাকতে বলেছেন তিনি। আগামী কয়েক মাস ভারতেও মেনে চলতে হবে যাবতীয় সুরক্ষা বিধি। যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে, সংক্রমণ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। সেই সঙ্গে শুরু হবে নতুন টিকাকরণ কর্মসূচীও।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন বছরে ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের দেওয়া হবে কোভিডের টিকা। এমনকী শিশুদজের জন্যও টিকার অনুমোদন দিয়েছে ভারত সরকার। গত অগস্টেই শিশুদের জন্য জাইডাস ক্যাডিলার তিনটি ডোজের যে ভ্যাকসিনের কথা বলেছিল তাতে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। অক্টোবরে ভারত বায়োটিক্সের তরফে তৈরি কোভ্যাক্সিনও ১২-১৮ বছর বয়সীদের দেওয়ার কথা জানিয়েছে সরকার। তবে কোভ্যাক্সিনের এই ডোজটি শিশুদের মত করেই তৈরি। এই টিকা প্রাপ্তবয়স্ক ও শিশুদেরও দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন তাঁরা। তবে এই ভ্যাকসিনটি নতুন স্ট্রেনের জন্য নিরাপদ এবং কার্যকরী বলেও জানানো হয়েছে।
শুধু তাই নয়, ১০ জানুয়ারি থেকে সমস্ত স্বাস্থ্যকর্মী এবং যাঁরা কোভিডের সঙ্গে মুখোমুখি লড়াই করছেন (frontline workers) তাঁদের জন্য বুস্টার ডোজের ঘোষণা করেছেন তিনি। ১০ জানুয়ারি থেকে দেওয়া হবে সেই টিকা। দ্বিতীয় ডোজ নেওয়ার ৫-৬ মাস পরই দেওয়া হবে বুস্টার ডোজ। সম্প্রতি ওমিক্রনের সংক্রমণ যে ভাবে দ্রুতহারে বাড়ছে সেখান থেকেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর তাই এই ডোজটিকে তিনি ‘সতর্কতামূলক’ বলেই ব্যখ্যা করেছেন। দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এমনটাই।
স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ষাটোর্ধ্ব সকলকেও দেওয়া হবে এই বুস্টার ডোজ। বিশেষত যাঁদের বিভিন্ন কোমর্বিডিটি রয়েছে। তবে তার আগে তাঁদের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তবে সেক্ষেত্রে কোভিশিল্ড নাকি কোভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে এখনও বিশদে আলোচনা হয়নি। রাশিয়ার তৈরি স্পুটনিক ভি-ও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে, কেননা সেটি হল অ্যাডিনোভাইরাস ভ্যাকসিন। গত বছর ১৬ জানুয়ারি থেকেই ভারতে প্রথম টিকাকরণ শুরু হয়েছিল। আর তাই সেই দিনটিকে বিশেষ গুরুত্ব দিতেই শিশুদের টচিকাকরণের উপর জোর দিয়েছে সরকার।
নতুন এই টিকাকরণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাচ্চাদের এবং প্রবীণদের। সেই সঙ্গে বুস্টার ডোজে অগ্রাধিিকার রয়েছে স্বাস্থ্যকর্মীদের। ডেল্টার তুলনায় তিনগুণ সংক্রমনের সম্ভাবনা রয়েছে ওমিক্রনে। ইতিমধ্যে পশ্চিমের দেশগুলিতে সুনামির মত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। ভারতেও আসতে চলেছে কোভিডের তৃতীয় ঢেউ ওমিক্রন। যে কারণে সংক্রমণ ঠেকাতে আগেভাগেই সব ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে সরকার। সেই সঙ্গে সকলকেই মেনে চলতে হবে যাবতীয় কোভিড বিধি। মাস্ক পরা, দূরত্ববিধি মেনে চলা এবং জমায়েত এড়ানো একান্ত কর্তব্য।
আরও পড়ুন: COVID-19 infection: ভিলেন কোভিড, শুক্রাণু কমছে পুরুষের এমনকী কমেছে মৃত্যুহারও! দাবি নয়া সমীক্ষায়