বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে ভ্যাকসিন নেওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। মারাত্মক কিছু না হলেও, অনেকের ক্ষেত্রেই প্রাথমিক ভাবে বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। এমনকি ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে অনেকে ভয়ও পাচ্ছেন। ভ্যাকসিন নিলে কী হতে পারে, এই ভাবনায়-আতঙ্কে বাড়ছে মানসিক চাপ।
তবে বিশেষজ্ঞরা বলছেন ভয়ের কিছুই নেই। নার্ভাস হওয়ার বা আতঙ্কিত হওয়ার মতো কিছুই ঘতবে না করোনা প্রতিরোধের ভ্যাকসিন নিলে। বরং ভ্যাকসিন নেওয়া পর ওই নির্দিষ্ট ব্যক্তির শারীরিক প্রতিরোধ ব্যবস্থায় যেসব পরিবর্তন দেখা যাচ্ছে, তার থেকে কারও ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে নিরুৎসাহ হওয়া উচিত নয়। কারণ ভ্যাকসিন নিলে প্রায় সকলের ক্ষেত্রেই কিছু না কিছু উপসর্গ দেখা দিতে পারে।
কিন্তু বিশেষ করে কাদের ক্ষেত্রে ভ্যাকসিন পরবর্তী উপসর্গ দেখা দিতে পারে? সাম্প্রতিক গবেষণায় সেটাই জানার চেষ্টা করেছেন চিকিৎসকরা।
ভ্যাকসিন-পরবর্তীতে ঠিক কী কী লক্ষণ দেখা দেয়?
জ্বর, ক্লান্তি-ঝিমানি ভাব, গা -গোলানো এবং বমি ভাব, গা-হাত-পায়ে ব্যথা— মূলত এইসব লক্ষণ দেখা দেয়। এছাড়াও গা-চুলকানি, ভ্যাকসিন নেওয়ার জায়গা শক্ত এবং লাল হয়ে যাওয়া— এইসব লক্ষণও দেখা যায়।
কোভিড পরবর্তী পর্যায়ে কাদের মধ্যে এইসব লক্ষণ বেশি দেখা দিচ্ছে?
যাঁদের মধ্যে ভ্যাকসিন পরবর্তে লক্ষণ দেখা যাচ্ছে, তাঁদের তিনভাগে ভাগ করা হয়েছে।
মহিলা- enters for Disease Control and Prevention (CDC) একটি সমীক্ষা করেছিল। সেখানে দেখা গিয়েছে, প্রাথমিক ভাবে ১৩.৭ মিলিয়ন কোভিড ভ্যাকসিনের শট যেসব লোককে দেওয়া হয়েছে তারা বিভিন্ন বয়সের। যত ভ্যাকসিন দেওয়া হয়েছে তার মধ্যে ৭৯ শতাংশ পার্শ্বপ্রতিক্রিয়া ঘটনা রিপোর্ট করেছেন মহিলারা। অন্যদিকে ৬০ শতাংশ ভ্যাকসিন দিয়েওছেন মহিলারা। সমীক্ষা অনুযায়ী, ১৯ জন মহিলা Moderna shot নিয়েছেন এবং তাঁদের অ্যাডভার্স রিঅ্যাকশন হয়েছে। আর যাঁরা Pfizer shots নিয়েছেন, তাঁদের ৪৪ শতাংশ মহিলার anaphylactic রিঅ্যাকশন দেখা দিয়েছে।
যাঁদের আগে কোভিড হয়েছিল- ZOE COVID (symptom study app) জানিয়েছে, যত লোক ইতিমধ্যে Pfizer shot নিয়েছেন, তাঁদের এক তৃতীয়াংশের এর আগে কোভিড হয়ে গিয়েছে। এইসমস্ত লোকেরা, সারা শরীরেই কোনও না কোনও ভাবে পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেছেন।
তরুণ প্রজন্ম- তরুণ প্রজন্মের মধ্যেই কোভিড ভ্যাকসিনের পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়ার হার বেশি। Indian Medical Association (IMA)- র কোচি ব্রাঞ্চের সমীক্ষা অনুযায়ী, ভারতে বৃদ্ধদের তুলনায় তরুণ প্রজন্মের মধ্যে ভ্যাকসিনের পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়ার পরিমাণ বেশি। ৫৩৯৬ জনকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল ২০ থেকে ২৯ আর ৮০ থেকে ৯০ বছর বয়সীদের নিয়ে হয়েছিল এই সমীক্ষা। তরুণ প্রজন্মের মধ্যে যতজন ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের ৮১ শতাংশের মধ্যে পোস্ট ভ্যাকসিন সাইড-এফেক্ট দেখা গিয়েছে। অন্যদিকে বয়স্কদের দলে মাত্র ৭ শতাংশের মধ্যে পোস্ট ভ্যাকসিন সাইড-এফেক্ট দেখা গিয়েছে।