Solar Eclipse Zodiac Signs: একে শনিবার, তার উপর ১৭৮ বছর পর মহালয়ায় সূর্যগ্রহণ! চরম বিপদের আশঙ্কা রয়েছে এই ৩ রাশির

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 13, 2023 | 8:05 PM

Zodiac Signs: ক্যালেন্ডার দেখলে বোঝা যাবে, ১৮৪৫ সালে সর্বপিত্রী অমাবস্যায় সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। ১৭৮ সালে ঠিক এদিন আবার চন্দ্র সূর্য ও পৃথিবীর মাঝখানে আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বিরল মহাজাগতিক ঘটনার প্রভাব পড়বে অশুভ  ও নেগেটিভ প্রভাব। জ্যোতিষশাস্ত্র মতে, এদিন  সূর্য ও বুধ একসঙ্গে কন্যা রাশিতে অবস্থান করবে।

Solar Eclipse Zodiac Signs: একে শনিবার, তার উপর ১৭৮ বছর পর মহালয়ায় সূর্যগ্রহণ! চরম বিপদের আশঙ্কা রয়েছে এই ৩ রাশির

Follow Us

হিন্দু ক্যালেন্ডার ও জ্যোতিষশাস্ত্র মতে, আগামী ১৪ অক্টোবর সর্বপিত্রী অমাবস্যার দিন পালিত হতে চলেছে বছরের শেষ ও দ্বিতীয় সূর্যগ্রহণ। সর্বপিত্রী অমাবস্যাতে এই সূর্যগ্রহণ অত্যন্ত বিরল ও কাকতালীয় ঘটনা।ক্যালেন্ডার দেখলে বোঝা যাবে, ১৮৪৫ সালে সর্বপিত্রী অমাবস্যায় সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। ১৭৮ সালে ঠিক এদিন আবার চন্দ্র সূর্য ও পৃথিবীর মাঝখানে আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বিরল মহাজাগতিক ঘটনার প্রভাব পড়বে অশুভ  ও নেগেটিভ প্রভাব। জ্যোতিষশাস্ত্র মতে, এদিন  সূর্য ও বুধ একসঙ্গে কন্যা রাশিতে অবস্থান করবে। একই সময়ে কেতু ও মঙ্গলও কন্যা রাশিতে বিরাজ করবে। গ্রহণকালে রাহুর প্রভাব বৃদ্ধি পাবে বলে মত জ্যোতিষবিদদের। একই সময়ে সর্বপিত্রী অমাবস্যা শনিবার পড়ছে । আর রাহুর প্এরবাব বৃদ্ধির ফলে শনিবার দ্বিগুণ প্রভাব পড়তে চলেছে। এর জেরে কোন কোন রাশির ভাগ্যে চরম বিপদের আশঙ্কা অপেক্ষা করছে, তা জেনে নিন এখানে…

মেষ রাশি: সূর্যগ্রহণের প্রভাব এই রাশির জাতক-জাতিকাদের জন্য নেতিবাচক আসতে চলেছে। অফিসে কাজের চাপের কারণে মানসিক চাপ অনুভূত হবে। পরিবারের কোনও সদস্য রোগভোগের কারণে অসুস্থ হতে পারেন। তার ফলে উদ্বেগ কাটতেই চাইবে না। পাওনা টাকা ফেরত পেতে নাও পারেন। চাকরিজীবীরা হঠাৎ বদলি হয়ে পরিবার থেকে দূরে চলে যেতে পারেন।

বৃশ্চিক রাশি: এই গ্রহণের প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে রয়েছে অশুভ সঙ্কেত। ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। কাজের জন্য দীর্ঘ ভ্রমণ বা বিদেশে যেতে পারেন। আর সেই যাত্রা কারণে জীবনে নানা সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে চলেছে। কঠিন রোগের শিকার হতে পারেন। এমনকি হাসপাতালেও ভর্তি হতে পারেন।

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে চলেছে এই সময়। অতি খরচের কারণে মন থাকবে খুব অস্থির। সূর্যগ্রহণ থেকে চন্দ্রগ্রহণ পর্যন্ত বেশ অস্থির থাকবেন। শত্রুরাও এই সময় শক্তিশালী হয়ে উঠবে। পরিবারের সাথে কোনও বিষয় নিয়ে বাড়িতে বিবাদ ও অশান্তি হতে পারে।

Next Article