পকেটে বা হ্যান্ডব্যাগে একটি করে রুমাল রেখে দেওয়া অননেকেরই অভ্যেস। গরমকালে রুমালের ব্যবহার যথেচ্ছ হলেও রুমালের উপকারিতা অনেক। শুধু পরিষ্কার রাখতেই নয়, জ্যোতিষশাস্ত্র অনুসারেও রয়েছে রুমালের গুরুত্ব। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে রুমালের নানান প্রতিকার নিয়ে বিশ্বাস করেন। রুমালের রঙ ও রাখার ধরণ দেখেই বোঝা যাবে আপনি কেমন মানুষ? সঠিক উপায়ে রুমাল ব্যবহার করলে সোনার মত জ্বল জ্বল করে উঠতে পারে জীবন। রাশি মেনে নির্দিষ্ট রঙের রুমাল ব্যবহার করলে আখেরে লাভবান হবেন আপনিই। এমন উন্নতির শিখরে পৌঁছাবেন যে কখনও পিছনের দিকে তাকাতে হবে না।
কোনও ব্যক্তি যদি তার রাশি অনুসারে তার পকেটে একটি রুমাল রাখেন তাহলে কখনওই অর্থ ও খাদ্যের অভাব হবে না। দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে শাস্ত্রে উল্লেখিত এই নিয়মগুলি মেনে চললে অর্থের কখনও ঘাটতি হবে না।
রাশি মেনে আজই আপনার পছন্দের রঙের রুমাল কিনুন…
রুমাল হল দৈনন্দিন রুটিনে খুব প্রয়োজনীয় একটি জিনিস। উন্নতির পথ খুলে দিতে খুলে দেবে সহজেই। ১২টি রাশি মেনে রুমাল রাখুন পকেটে। জেনে নিন আপনার ভাগ্যে কী আছে?
-মেষ রাশির জাতক-জাতিকাদের লাল, গোলাপি, লাল বা সোনালি রঙের রুমাল সঙ্গে রাখা উচিত।তাতে পদোন্নতি ও অগ্রগতির সম্ভাবনা।
-বৃষ রাশির জাতক-জাতিকাদের হালকা, নীল বা রয়্যাল নীল রঙের রুমাল রাখতে হবে। এর মাধ্যমে কখনও অর্থের ঘাটতি হবে না।
-মিথুন রাশির জাতক-জাতিকাদের সবুজ, কমলা, গোলাপ রঙের রুমাল রাখা উচিত। সব কাজে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন।
কর্কট রাশির জাতক জাতিকাদের সাদা, নীল, হলুদ বা সোনালি রঙের রুমাল সঙ্গে রাখা উচিত। যার কারণে তিনি বেশি সুবিধা পাবেন।
ভগবান যদি দেন, ছাদ ছিঁড়ে… দিনমজুর শ্রমিক সেনাবাহিনীতে চাকরি পেল, একই সঙ্গে তিন বাহিনীতে সিলেক্ট হল।
সিংহ রাশির জাতক জাতিকারা সোনালি, হলুদ, গোলাপি, লাল বা কমলা রঙের রুমাল সঙ্গে রাখবেন। বিশেষ সুবিধা পাবেন।
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সবুজ রঙের, কমলা রঙের, লাল রঙের রুমাল বা ফিরোজা রঙের রুমাল রাখা বেশি উপকারী।
তুলা রাশির জাতকদের জন্য সাদা, নীল বারয়্যাল রঙের রুমাল রাখা বেশি কার্যকরী হতে পারে।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের লাল গোলাপি স্কার্ফ বা সোনালি রঙের রুমাল রাখতে হবে। সব দিক থেকেি নানা ভাবে সুযোগসুবিধা পেতে পারেন।
ধনু রাশির জাতকৃজাতিকাদের হলুদ, কমলা, সোনালি বা ক্রিম রঙের রুমাল রাখতে হবে। শুধু তাই নয়, একটি হলুদ রঙের বালিশে ঘুমানো উচিত। পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর আরাধনা করলে বেশি উপকার পেতে পারেন।
মকর ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের নীল, আকাশী নীল, বেগুনি বা রয়্যাল নীল রঙের রুমাল সঙ্গে রাখা উচিত। তাতে সব কাজে বিশেষ সুবিধা পাবেন।
হলুদ, কমলা, সোনালি বা ক্রিম রঙের রুমাল রাখা মীন রাশির জাতকদের জন্য বিশেষভাবে উপকারী হবে।