দুর্গা পুজোর পরই দীপাবলি। আর এই উত্সব হল হিন্দুদের অত্যন্ত একটি আনন্দ উত্সব। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, চলতি বছর ১২ নভেম্বর দীপাবলি উত্সব পালিত হবে। জ্যোতিষশাস্ত্রের মতে, প্রায় ৫০০ বছর পর দীপাবলিতে চারটি রাজযোগও তৈরি হতে চলেছে। এদিন আবার শনিদেব যশ রাজ যোগ তৈরি করতে চলেছেন। এছাড়া মঙ্গল ও সূর্যের মিলনের ফলে রাজযোগও তৈরি হতে চলেছে। পাশাপাশি, স্বরশি কুম্ভে শনিদেব শশ রাজযোগও তৈরি করবেন। এছাড়াও এই দিনেদীপাবলির দিনে তৈরি হচ্ছে আয়ুষ্মান যোগও। বিরল ও শুভ রাজযোগ গঠিত হওয়ায় দীপাবলির দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শনি, মঙ্গল ওসূর্যদেবের রাশি বদলের কারণে বহু রাশির ভাগ্য বদলে যেতে পারে। দেবী লক্ষ্মীর কৃপায় বর্ষিত হবে বিশেষ আশীর্বাদও। সেই তালিকায় আপনি আছেন কিনা তা দেখে নিন এখানে…
মকর রাশি: চারটি বিরল ও রাজ যোগের কারণে মকর রাশির জাতকরা যে কোনও সময় সুখবর পেতে পারেন। অপ্রত্যাশিত অর্থ পেতে পারেন এই সময়। পেশা ও ব্যবসায় উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক শক্তিশালী হতে পারে।
মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকারা অনেক শুভ ফল পেতে পারেন। ব্যবসায় আয় বাড়তে পারে। রাজ যোগ গঠনের সঙ্গে সঙ্গে সাফল্যের শীর্ষে থাকবেন আপনারা। এই সময়েএই রাশির জাতকরা যে কোনও শুভ বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাতে আপনারই লাভ হতে পারে। চাকরিতে পদোন্নতি পাবেন। এই রাশির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে পারে।
মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। আয় বৃদ্ধি পাবে তরতরিয়ে। ভাগ্যের পরিবর্তন হতে পারে। আটকে থাকা কাজ শেষ হতে পারে।