Vastu Tips: বিনা পয়সায় এই জিনিস ঘরে আনলেই বিপদ, বাড়বে অশান্তি

Happy Family: বিনা পয়সায় বেশ কিছু জিনিস হাতে নিয়ে ঘরে এলে বাড়ির সুখ ও সমৃদ্ধি তো দূরে চলে যায়ই, সঙ্গে শুরু হয় আর্থিক কষ্ট। এমনকি শনির প্রকোপেও পড়তে পারেন। শনির রোষে পড়ে অল্প সময়ের মধ্যে জীবনে নেমে আসতে পারে দারিদ্রের ঝড়ও।

| Updated on: Dec 24, 2024 | 5:54 PM
Vastu Tips: বিনা পয়সায় এই জিনিস ঘরে আনলেই বিপদ, বাড়বে অশান্তি

1 / 5
বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

2 / 5
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

3 / 5
Vastu Tips: বিনা পয়সায় এই জিনিস ঘরে আনলেই বিপদ, বাড়বে অশান্তি

4 / 5
Vastu Tips: বিনা পয়সায় এই জিনিস ঘরে আনলেই বিপদ, বাড়বে অশান্তি

5 / 5
Follow Us: