Pitru Paksha 2023: ৩০ বছর পর বিরল রাজযোগ! সাফল্য ও হঠাত্ ধনসম্পদে আকাশ ছোঁবে এই ৫ রাশি
Zodiac Signs: পঞ্চাঙ্গ অনুসারে, পিতৃপক্ষ পাক্ষিক শুরু হবে অনন্ত চতুর্দশীর দ্বিতীয় দিনে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর থেকে। পিতৃপক্ষ ভাদ্রপদ পূর্ণিমা থেকে শুরু হয় ও আশ্বিন মাসে অমাবস্যায় শেষ হয়। এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে পিতৃপক্ষকাল।
গণেশ চতুর্থীর পর থেকেই শুরু হয়ে যায় পিতৃপক্ষ। বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর পালিত হচ্ছে অনন্ত চতুর্দশী। এদিন বিশেষ আচার মেনে, গণপতি বাপ্পাকে বিসর্জন দিয়ে বিদায় জানানো হয়। গোটা দেশজুড়েই পালিত হচ্ছে গণেশের বিসর্জন পর্ব। অনন্ত চতুর্দশীর মাধ্যমে গণরায় নিজগৃহে ফিরবেন। পঞ্চাঙ্গ অনুসারে, পিতৃপক্ষ পাক্ষিক শুরু হবে অনন্ত চতুর্দশীর দ্বিতীয় দিনে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর থেকে। পিতৃপক্ষ ভাদ্রপদ পূর্ণিমা থেকে শুরু হয় ও আশ্বিন মাসে অমাবস্যায় শেষ হয়। এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে পিতৃপক্ষকাল। অবসান ঘটবে ঠিক ১৬ দিন পর। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
নিয়ম অনুসারে, পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের উৎসর্গ করা শ্রাদ্ধপক্ষের সময়কাল। কারণ সনাতন ধর্মের অন্যতম অবলম্বন হল এই পূর্বপুরুষ। এই সময়কালে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিন্ডদান ও তর্পণ নিবেদন করে। এবারের পিতৃপক্ষ আরও বিশেষ হতে চলেছে। কারণ, জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রায় ৩০ বছর পর সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগ পিতৃপক্ষে মিলিত হতে চলেছে। পিতৃপক্ষে এই দুই বিরল ও শুভ যোগের সংমিশ্রণের জেরে ৫ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই ৫ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে আকস্মিক ধন-সম্পদ ও বিরাট সাফল্যের সম্ভাবনা রয়েছে।
মেষ রাশি
পাওনা টাকা ফেরত পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে। এতে দারুণ লাভবান হবেন আপনি। বন্ধু ও পরিবারের কাছ থেকে ভালবাসা ও সমর্থন পাবেন। মা-বাবার সহযোগিতায় যে কোনও কঠিন কাজ সহজে হয়ে যাবে।
মিথুন রাশি
অক্টোবর মাসে মিথুন রাশির জাতক-জাতিকারা বিনিয়োগ থেকে অর্থ পাবেন। নতুন কাজের প্রস্তাব পাবেন। কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মজীবনের অগ্রগতির উচ্চতায় পৌঁছে যাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে ধীরে ধীরে। জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকারা চাকরিতে উচ্চপদ স্থানান্তরিত হতে পারেন। সুনাম বৃদ্ধি পাবে। যানবাহন বা সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে। আর্থিক সুবিধা পাবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকারা অক্টোবর মাসে অপ্রত্যাশিত সম্পদ পাবেন। চাকরি পরিবর্তনের জন্যও এটি একটি ভালো সময় হতে চলেছে। পছন্দের চাকরি পেতে পারেন। দাম্পত্য জীবন সুখী ও শান্তিপূর্ণ হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পুরনো সমস্যার অবসান ঘটবে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন। স্বস্তিতে থাকতে পারবেন আপনি। অপ্রত্যাশিত আয় বৃদ্ধি পাবে। ভাল কাজ করতে মন বসবে। আর সেই কাজে প্রশংসাও পাবেন। অনেক দিন পর জীবনে শান্তি অনুভব করবেন।